বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনকে ‘কাফির ও মুরতাদ’ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মাহমুদুল হাসান। যা নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হওয়ার পর তিনি পোস্টটি সরিয়ে নিয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত বারোটার দিকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে আগের পোস্টটি সরিয়ে নেওয়ার কথা জানান তিনি।
নতুন পোস্টে তিনি লিখেছেন, “আমার পোস্ট দেওয়ার পর থেকে আমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, যা আমার পরিবার ও আমার জন্য অনেক ভারি হয়ে যাচ্ছে। আমি ঈমান ভঙ্গের মূলনীতির ওপর বিবৃতিটা দিয়েছিলাম। আমার বক্তব্য ফতওয়ার মত শোনা গিয়েছে। আর ফতওয়া দেওয়ার অধিকার আলেমদের, আমার না। তাই আমি আমার পোস্ট ডিলিট করে দিলাম।”
এর আগে গতকাল দুপুরে তিনি একটি পোস্ট শেয়ার দিয়ে লেখেন, “আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন।” পোস্টটি ছড়িয়ে পড়ার পরই সামাজিকমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
টিজে/টিকে