ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৩ লাখ ৩ হাজার ৭০৮ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৮০ হাজার ৬৯৩ ও নারী ২৩ হাজার ১৫ জন।
বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় ইসির ওয়েবসাইট থেকে পাওয়া সবশেষ তথ্য এটিই।
দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে শীর্ষ তিন হলো- সৌদি আরবে সর্বোচ্চ ৮৩ হাজার ১৯০ জন, কাতারে ২৪ হাজার ৭৪০ জন ও যুক্তরাষ্ট্রে ২০ হাজার ৬৩২ জন।
এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এজন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এক্ষেত্রে ৫০ লাখ প্রবাসী ভোট টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।
টিজে/টিকে