দেশের রাজনীতিবিদদের গুণগত পরিবর্তন হয়নি, গুণগত পরিবর্তন না হলে সমাজের মানুষ যাবে কোথায়? কে তাদের নেতা হবে, কে নেতৃত্বে দিবে? এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, গত ১৭ বছরের হাসিনার অত্যাচার -নির্যাতনে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার এখনকার এই অবস্থা। মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছে দেশনেত্রী খালেদা জিয়াকে। শুধু তাই না, যে খাবারগুলো খেতেন, সেগুলোতে বিষ মিশিয়ে দিয়েছেন। সুস্থ মানুষ জেলে গেছেন সেখান থেকে অসুস্থ হয়ে বের হয়েছেন। এটার জন্য শেখ হাসিনা দায়ী।
এ্যানি আরও বলেন, খালেদা জিয়া বর্তমান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। খালেদা জিয়া এতো বেশি অসুস্থ, আল্লাহ জানে কবে নাগাদ তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন, সেটাই এখন সবার প্রত্যশা। সবার মৃত্যু হবে। কিন্তু কর্ম মানুষকে অনেক দূরে নিয়ে যাবে। তার এই আপসহীন নেতৃত্বের কারণে এতো বেশি জনপ্রিয় হয়েছেন বেগম জিয়া।
বিএনপির এই নেতা আরও বলেন, বেগম জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেয়া সম্ভব না হলে, আগামী দুই চারদিন অথবা কয়েকদিনের মধ্যে তারেক জিয়া দেশে ফিরবেন। নির্বাচনে অংশ নিবেন। দেশের নেতৃত্বে দিবেন। সে অপেক্ষায় রয়েছি।
তিনি বলেন, এবারের নির্বাচন আগের মতো নয়। তাই সবাইকে সজাগ ও সর্তক থাকতে হবে। খালেদা জিয়া বেঁচে থাকা মানে বাংলাদেশের গণতন্ত্রের ভীত শক্তিশালী থাকা। গণতন্ত্র শক্তিশাী হওয়ায়। খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা, তিনি বিএনপির মনোবল ও সাহস। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, বেগম খালেদা জিয়া আমাদের পাশে আছেন, এটা আমাদের শক্তি। সে শক্তি ও মনোবল নিয়ে মাঠে কাজ করছি। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে মা-বোনদের কাছে যেতে হবে। তাদের বুঝাতে হবে।
তিনি মহিলাদলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, বর্তমান প্রজম্মের নারীরা দেশের নেতৃত্বে দিচ্ছেন। দেশ বদলে গেছে। এখন আর দেশ আগের জায়গায় নেই। বাসায় বসে আয় করার সুযোগ রয়েছে। তাই আগামীতে বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার নিশ্চিত করা হবে।
তাই আপনারা আপনাদের অধিকার বুঝে নেয়ার সময় এসেছে। অনেক সুযোগ তৈরি হয়েছে। এখন অনেক সহজ হয়েছে। তাই সবাইকে ঐক্যব্ধ থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়াসহ অনেকেই।
এমআর