শিক্ষকতার পাশাপাশি একইসঙ্গে সাংবাদিকতা কিংবা আইন পেশাসহ কোনো আর্থিক লাভজনক কর্মকাণ্ডে যুক্ত থাকা নিষিদ্ধ— সরকারের এমন নীতিমালা বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে গাইবান্ধা জেলা শিক্ষা অফিস। এরই অংশ হিসেবে জেলার সাত উপজেলায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মধ্যে যারা এসব পেশায় যুক্ত রয়েছেন, তাদের পূর্ণাঙ্গ তথ্য চেয়ে পত্র পাঠানো হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান। এর আগে মঙ্গলবার জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান স্বাক্ষরিত এ পত্র জেলার সাত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়।
পত্রে বলা হয়েছে, নিজ নিজ আওতাধীন এমপিওভুক্ত বিদ্যালয় ও মাদরাসায় কর্মরত এমন শিক্ষক-কর্মচারীদের নাম, পদবি, কর্মরত প্রতিষ্ঠানের নামসহ প্রয়োজনীয় সব তথ্য পাঠাতে হবে-যারা শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা, আইন পেশাসহ অন্য কোনো আর্থিক লাভজনক কাজে যুক্ত রয়েছেন। এসব তথ্য আগামী ১৪ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে জেলা শিক্ষা অফিসে পাঠাতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান বলেন, “বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫ অনুযায়ী কোনো শিক্ষক-কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পাশাপাশি আর্থিক লাভজনক অন্য কোনো পেশায় সম্পৃক্ত থাকতে পারেন না। এই বিধান বাস্তবায়নের অংশ হিসেবেই জেলার সাত উপজেলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে নীতিমালার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
টিজে/টিকে