আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের। বুধবার (১০ ডিসেম্বর) দলটি প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করে। এর মধ্যে রয়েছেন চারবারের সাবেক সংসদ সদস্য মনজুর কাদের।
মনজুর কাদের বিএনপি ছেড়ে সিরাজগঞ্জ-৫ আসনে এনসিপির প্রার্থী হওয়ার খবরে তার নির্বাচনী এলাকায় পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। তার সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
এবারও সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন মনজুর কাদের। তবে বিএনপি এই আসনের জন্য কেন্দ্রীয় কমিটির (রাজশাহী বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খানকে (আলিম) বেছে নিয়েছে।
মনজুর কাদেরের মিডিয়া সেলের সূত্রে জানায়, বিএনপির সদস্য পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করেছেন মেজর (অব:) মনজুর কাদের। তিনি শাপলাকলি প্রতীকে নির্বাচন করবেন।
শাপলাকলি প্রতীকের মনোনয়ন পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের এই অগ্রযাত্রা ও নতুন রাজনীতির ধারণায় বিশ্বাস রেখে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে নিজেকে সম্পৃক্ত করার অঙ্গীকার নিয়ে আমি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছি এবং জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) নির্বাচনী এলাকায় মনোনয়ন পেয়েছি।’
সাবেক এই সেনা কর্মকর্তা আরও লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, এনসিপিই পারে নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে এনে বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে।’
মেজর (অব:) মনজুর কাদের ২০০১ সালে সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুরের একাংশ) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন।
এছাড়া সিরাজগঞ্জ- ৫ (বেলকুচি-চৌহালী) নির্বাচনী এলাকা থেকে ২০০৮ সালে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের নৌকা প্রতীকের কাছে ২৫২ ভোটে হেরে যান।
সাবেক এই সেনাকর্মকর্তা ১৯৮৬ সালে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে একই আসনে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রীর হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন এবং ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনে ধানের শীষ প্রতীকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ইএ/এসএন