খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার পূজগাং এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হরেন, জেমস কুমার রিয়াং (৩৩), তরসেন রিয়াং (৩০), লাল থাকমা রিয়াং (৩২)।
পুলিশ জানায়, পূজগাং এলাকায় তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে থামতে বলে। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়া গ্রামের বাসিন্দা বলে স্বীকার করেন।
পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ দেশের একটি গণমাধ্যমকে বলেন, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে আটক হয়েছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পানছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আরপি/এসএন