আগামী নির্বাচনের মাধ্যমেই অন্তুর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নিবে জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক মূল্যবোধের ওপরেই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। বিএনপি ও দেশের মানুষের জন্য আসন্ন নির্বাচন গুরুত্বপূর্ণ। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিই জনগনের আকাঙ্খিত বাংলাদেশ গড়ে তুলবে।
মানুষের মালিকানা ফিরিয়ে দেয়ার মাধ্যমে আগামীতে বাংলাদেশকে সব ধর্ম-বর্ণের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক দেশ হিসেবে গড়ে তোলার কথাও বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
কেএন/টিকে