রাজধানীর মোহাম্মদপুর ও মগবাজার এলাকায় একই দিনে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
মোহাম্মদপুর থানার জাকির হোসেন রোডে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় ১২টার দিকে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা মাঠের পাশে একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছে কোনো বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি।
একইদিন রাত ১১টা ২৫ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভারের নিচে, রমনা থানার মগবাজার মোড়ের অ্যাট দ্য টেবিল রেস্টুরেন্টের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের জানান, ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করলে সেটি রেস্টুরেন্টের সামনে বিস্ফোরিত হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পরিকল্পনা করছে।
আইকে/টিকে