বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচনে ‘বারবার তফসিল পরিবর্তন শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা’ বলে অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অধ্যাপক ড. মো. শাহজামান।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে ড. মো. শাহজামান উল্লেখ করেন, আমাকে ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ আয়োজনের নিমিত্তে গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ১১৭তম (জরুরি) সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার পদে মনোনয়ন প্রদান করা হয়। আমি গত ২৫ নভেম্বর দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনারের পদ হতে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলাম।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে অব্যাহতি প্রদান করেননি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আমি পুনরায় গত ৩০ নভেম্বর থেকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছি। তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা হালনাগাদে প্রশাসনের সরবরাহ নির্ভুল ভোটার তালিকার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হতে প্রেরিত তথ্যের উপর ভিত্তি করে কমিশন কর্তৃক ৩ বার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ২ বার নির্বাচনি তফসিল পরিবর্তন করা হয়। বারবার তফসিল পরিবর্তন শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা ও প্রহসনের শামিল।
তিনি আরো বলেন, নির্বাচনের তারিখ, ডোপ টেস্ট ও শীতকালীন ছুটি নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব ও কমিশনের সঙ্গে অশালীন আচরণ কমিশনের নিরপেক্ষভাবে কাজ করার অন্তরায়। যা কোনভাবেই কাম্য নয়। তাই আমি বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার পদ হতে পদত্যাগ করলাম।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন তিনি। উল্লেখ্য, ১৮ নভেম্বর প্রথম তফসিলে ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে ২০ নভেম্বর নির্বাচনের তারিখ বদলে ২৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়। তৃতীয়বার ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ-জমাদানের তারিখ পরিবর্তন করে নতুন তফসিল দেওয়া হয়। সর্বশেষ ১০ ডিসেম্বর আবারও ভোটের তারিখ পরিবর্তন করে নতুন তফসিল ঘোষণা করা হয়।
এসএস/এসএন