ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছেন।
বৃহস্পতিবার দুই নেতার ফোনালাপে মস্কো ও কারাকাসের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়। ক্রেমলিনের দেওয়া তথ্য অনুযায়ী, পুতিন “ভেনেজুয়েলা জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং বিদেশি চাপ মোকাবিলায় জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় মাদুরো সরকারের প্রচেষ্টাকে সমর্থন পুনর্ব্যক্ত করেন।”
দুই প্রেসিডেন্ট গত মে মাসে স্বাক্ষরিত দুই দেশের কৌশলগত অংশীদারত্ব চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেন।
ভেনেজুয়েলা সরকার জানায়, পুতিন ও মাদুরো “দ্বিপাক্ষিক সম্পর্কের কৌশলগত, দৃঢ় ও ক্রমবর্ধমান চরিত্র” নিয়ে একমত হন। সরকার আরও জানায়, রুশ প্রেসিডেন্ট মাদুরোর শান্তি প্রতিষ্ঠা, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন জোরদারের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন।
এই কথোপকথন এমন সময় হয় যখন যুক্তরাষ্ট্র এ মাসের শুরুর দিকে ভেনেজুয়েলার একটি বন্দর থেকে ছাড়ানো একটি তেলবাহী জাহাজ জব্দ করে। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন, জাহাজটি আগে ইরান থেকে তেল পরিবহনের অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় ছিল। ভেনেজুয়েলা ঘটনাটিকে জলদস্যুতা হিসেবে উল্লেখ করে এবং যুক্তরাষ্ট্রকে তাদের প্রাকৃতিক সম্পদ “লুট” করার চেষ্টা করার অভিযোগ আনে।
যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে নৌবাহিনী মোতায়েন করেছে এবং সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী ২০টিরও বেশি নৌযানে হামলা চালিয়েছে। রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র মাদুরোর ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ভেনেজুয়েলার তেলবাহী আরও জাহাজ আটকানোর প্রস্তুতি নিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোর বিরুদ্ধে মাদক কার্টেলকে সহায়তা করার অভিযোগ তুলেছেন।
মাদুরো দাবি করেছেন তার সরকার মাদক পাচারের সঙ্গে জড়িত নয় এবং সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে দেশকে রক্ষার অঙ্গীকার করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলোকে “উপনিবেশবাদী” আখ্যা দিয়ে অঞ্চলটিতে “পাগলামীপূর্ণ যুদ্ধ” শুরুর বিরুদ্ধে সতর্ক করেছেন।
ইএ/এসএন