গুলি লাগার পর প্রাথমিক চিকিৎসায় কি করবেন?

একটা গুলি লাগার ঘটনা হয় মৃত্যু ডেকে আনবে অথবা পঙ্গুত্ব বরণ করতে হবে। অনেকটা জীবন-মৃত্যুর ব্যবধান তৈরি করে দেয়।

তবে আহত ব্যক্তির জীবন ঝুঁকি বাড়ে বা কমে- কোথায় গুলি লেগেছে, কী ধরনের গুলি, কত দ্রুত চিকিৎসা পাওয়া গেছে- এসবের ওপর নির্ভর করে। এছাড়া সময়মতো সঠিক পদক্ষেপ নিতে পারলে অনেক ক্ষেত্রেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

গুলিবিদ্ধ পরিস্থিতিতে প্রথম ৩০ মিনিট বা হাসপাতালে পৌঁছার আগে পর্যন্ত কী করা উচিত, কোন ক্ষেত্রে কী ধরনের চিকিৎসা লাগে তা নিচে তুলে ধরা হলো-

শুরুতে যা করবেন

যদি আশপাশের কেউ গুলিবিদ্ধ হয়, তবে প্রাথমিকভাবে তিনটি কাজ খুব জরুরি—

১.নিরাপদ স্থানে যাওয়া: গুলিবিদ্ধ ব্যক্তি হাঁটতে বা দৌড়াতে পারলে নিরাপদ স্থানে সরে যেতে সাহায্য করুন।

২. অস্ত্র নিরাপদ করুন: দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হলে নিশ্চিত করুন অস্ত্র আর কারো ক্ষতি করতে যেন না পারে।

৩. ৯৯৯-এ ফোন করুন: নিরাপদে পৌঁছানোর পর সঙ্গে সঙ্গে জরুরি সেবায় ফোন দিন এবং অপারেটরের নির্দেশনা অনুসরণ করুন। দ্রুত হাসপাতালে পৌঁছানোই জীবন বাঁচানোর সবচেয়ে বড় উপায়।

রক্তপাত বন্ধ করুন

গুলিবিদ্ধ ব্যক্তিকে বাঁচাতে প্রথম কাজ হলো রক্তপাত থামানো। এজন্য রক্ত বের হচ্ছে এমন স্থানে শক্ত চাপ দিতে হবে। রক্তপাত বেশি হলে হাঁটু দিয়ে চেপে ধরার মতো জোরালো চাপও প্রয়োজন হতে পারে।

ড্রেসিং ব্যবহার করুন

গুলিবিদ্ধ স্থানে পরিষ্কার কাপড়, গজ, তোয়ালে বা যেকোনো কাপড় চেপে ধরুন। এতে রক্ত জমাট বাঁধতে সুবিধা হবে।

ব্যান্ডেজ জাতীয় উপাদান ব্যবহার করা-

পেশাদার টুর্নিকেট থাকলে ব্যবহার করা যেতে পারে, তবে ভুলভাবে লাগালে বিপদ বাড়তে পারে। টুর্নিকেট না থাকলে চাপ দেওয়ার ওপরই জোর দিন।

তবে মনে রাখতে হবে-

গুলিবিদ্ধ ব্যক্তিকে কখনই পানি, খাবার বা পানীয় দেবেন না। শকে গেলে বমি হতে পারে এবং খাবার-তরল শ্বাসনালিতে ঢুকে যেতে পারে।

পা বা মাথার অবস্থান নির্ধারণ

অনেকেই আহত ব্যক্তির পা উঁচু করে দেন, এটি ভুল। এতে বুক বা পেটের গুরুতর রক্তপাত বেড়ে যেতে পারে এবং শ্বাসকষ্টও তৈরি হতে পারে।

ব্যক্তি সচেতন থাকলে তিনি যেভাবে আরাম পান সেভাবে বসতে বা শুতে দিন। অচেতন হলে রিকভারি পজিশন-এ (কাত হয়ে, এক পা ভাঁজ করে) রাখুন।

শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগলে করণীয়

১. বুকে গুলি লাগলে হৃৎপিণ্ড, ফুসফুস ও প্রধান ধমনী গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক ক্ষেত্রে সাকিং চেস্ট উন্ড হয়, এই ক্ষত দিয়ে বাতাস ঢুকে ফুসফুস বসে যেতে পারে।

এ অবস্থায় ক্ষতটি প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে সিল করে দিন যাতে বাতাস ঢুকতে না পারে। শ্বাসকষ্ট বাড়লে সিলটি খুলে দিন।

২. পেটে গুলি লাগলে তীব্র রক্তপাত,অঙ্গ ক্ষতি এবং অন্ত্র বা পাকস্থলীর ফুটো হয়ে সংক্রমণ হতে পারে। তাই ক্ষতস্থানে শক্ত চাপ দিন। যদি পেট দ্রুত ফুলে যায়, তবে ক্ষত ছোট মনে করে ভুলবেন না। সাধারণত এই ক্ষেত্রে জরুরি অস্ত্রোপচার প্রয়োজন হয়।

৩. হাত-পায়ে গুলি লাগলে রক্তনালী কেটে যাওয়া, স্নায়ু ক্ষতি এবং হাড় ভেঙে যেতে পারে। এক্ষেত্রে আহত অঙ্গ নাড়ানো উচিত নয়। শুধু রক্তপাত থামানোর ওপর জোর দিন।

৪. ঘাড়ে বা মেরুদণ্ডে গুলি লাগলে পক্ষাঘাত পর্যন্ত হতে পারে। তাই রোগীকে কখনোই নড়াবেন না। এতে স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। ঘাড়ের সামনে গুলি লাগলে রক্তপাত বন্ধে চাপ দিন।

গুলি লাগলে কেন ক্ষতি ভয়াবহ হয়?

বুলেট শুধু একটি ফুটোর মতো ক্ষত তৈরি করে না, শরীরের ভেতরে লাফিয়ে, ঘুরে আরও অনেক স্থানে আঘাত করতে পারে।ক্ষতি নির্ভর করে, গুলির অবস্থান, বুলেটের আকার এবং বুলেটের গতির ওপর।

চিকিৎসা ও সুস্থ হতে কত সময় লাগে?

সহজ গুলিবিদ্ধ ক্ষত (যেখানে অঙ্গ বা অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়নি) ১০ দিনের মধ্যেও সেরে উঠতে পারে; কিন্তু জটিল আঘাতে সময় অনেক বেশি লাগে। অন্যদিকে মানসিক ধাক্কা ভয়, দুঃস্বপ্ন, খিদে না পাওয়া, অস্থিরতা—দীর্ঘদিন থাকতে পারে। এসব হলে চিকিৎসকের পরামর্শ নিন।

আলোচ্য বিষয়গুলো প্রাথমিক করণীয় হিসেবে বলা হয়েছে। মূল চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

ইউটি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আগামি ৩০ জানুয়ারি নোয়াখালীতে যাচ্ছেন জামায়াতের আমির Jan 27, 2026
img
সুতা আমদানিতে অসম সুবিধা বন্ধে সরকারের হস্তক্ষেপ চায় বিটিএমএ Jan 27, 2026
img
২৭ জানুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল Jan 27, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 27, 2026
নেদারল্যান্ডসে ২০২৬ ফিফা বিশ্বকাপ বিশ্বকাপ বয়কটের দাবিতে পিটিশন Jan 27, 2026
বনগাঁয় পারফর্ম করতে গিয়ে ভক্তদের লা/ঞ্ছ/না! Jan 27, 2026
img
২০ বছর পর আজ গাজীপুরে যাচ্ছেন তারেক রহমান Jan 27, 2026
img
ক্যানসার প্রতিরোধ সম্ভব: প্রাথমিক লক্ষণ চিনলে বাঁচতে পারে জীবন Jan 27, 2026
img
চীনের সম্পর্ক ঠিক করতে বেইজিং সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী Jan 27, 2026
img
খণ্ডকালীন কাজের অধিকার সীমিত করতে চায় জার্মানি Jan 27, 2026
img
আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার আহ্বান ইতালির Jan 27, 2026
img
নারায়ণগঞ্জে টাইগার মোমেন গ্রেপ্তার Jan 27, 2026
img
রুপা কিনবেন, জেনে নিন আজকের বাজারদর Jan 27, 2026
img
সিরাজগঞ্জে বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫ Jan 27, 2026
img
ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে বন্ধ ট্রেন চলাচল Jan 27, 2026
img
দেশে আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Jan 27, 2026
img
ব্রাজিলিয়ান তারকা এস্তেভাও উইলিয়ানে মুগ্ধ চেলসি কোচ Jan 27, 2026
img
শেষ ওভারে ৩ ছক্কায় আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় ইতালির Jan 27, 2026
img
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস Jan 27, 2026
img
এবার এরশাদ উল্লাহর নির্বাচনি জনসভার পাশে ককটেল বিস্ফোরণ Jan 27, 2026