হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে : চিকিৎসক

নকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা। তার মাথায় প্রবেশ করা গুলি বাঁ কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বের হয়ে গেছে, ফলে মস্তিষ্কে গুরুতর আঘাত (ম্যাসিভ ব্রেইন ইনজুরি) হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। বর্তমানে তাঁর মাথার খুলি খোলা রাখা হয়েছে এবং কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে বলেও জানিয়েছেন ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহিদ রাহান।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে জরুরি ব্রিফিংয়ে এসব তথ্য জানান নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এবং নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকদল উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে সিএমএইচে নেওয়ার পরিকল্পনা থাকলেও পরিবারের অনুরোধে হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। আইসিউ সাপোর্টেড অ্যাম্বুলেন্স, লাইফ সাপোর্ট ও রক্ত প্রস্তুত করে রাতেই তাঁকে ঢামেক থেকে স্থানান্তর করা হয়।

সংবাদ সম্মেলনে ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহিদ রাহান জানান, “গুলিটি মাথার ভেতর দিয়ে ক্রস করে গিয়ে ব্যাপক মস্তিষ্ক ক্ষত তৈরি করেছে।

বাম কান দিয়ে ঢোকা গুলি ডান দিকে বের হয়ে গেছে। এতে ম্যাসিভ ব্রেইন ইনজুরি হয়েছে এবং ব্রেইন স্টেমেও আঘাত লেগেছে। তাঁকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে। জীবনের ন্যূনতম চিহ্ন আছে, তিনি পুরোপুরি নিস্তেজ হননি। তবে অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল। নিশ্চয়তার কিছু বলা যাচ্ছে না।”

ডা. জাহিদ আরও জানান, গুলি বের হওয়ার স্থানে খুলির হাড় অপসারণ করে মস্তিষ্কের চাপ কমানো হয়েছে। মাথার ভেতরের রক্ত ও জমে থাকা ফ্লুইড অপসারণ করা হলেও চাপ এবং ব্লিডিংয়ের কারণে অবস্থা বারবার ওঠানামা করছে। চিকিৎসকদের ভাষায়, সন্ধ্যার পর হাদির নাক ও গলা দিয়ে তীব্র রক্তপাত শুরু হয়। ইএনটি সার্জনরা তা নিয়ন্ত্রণে আনেন। কিছু সময় তিনি হেমোডাইনামিক্যালি স্টেবল ছিলেন, তবে তা স্থায়ী নয়।

ডা. জাহিদ বলেন, ‘নিজস্ব শ্বাসপ্রশ্বাসের ক্ষমতা এখনও আছে, কিন্তু কৃত্রিম শ্বাসপ্রশ্বাস ছাড়া তাঁকে রাখা সম্ভব নয়। প্রতিটি মিনিটই ঝুঁকিপূর্ণ।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মো. সায়্যেদুর রহমান জানান, “ঢামেক হাসপাতালে আনার সময় হাদির জিসি স্কোর ছিল মাত্র ৩  -যা গভীর অচেতন অবস্থাকে নির্দেশ করে। চিকিৎসা চলাকালে তিনি একবার কার্ডিয়াক অ্যারেস্টে গিয়েছিলেন। মস্তিষ্কের চাপ বেড়ে যাওয়ায় ডিকম্প্রেশন ও ক্রেনিওটমি করা হয়েছে। তবে দ্রুত ওঠানামার কারণে তাঁকে স্টেবল রাখা কঠিন হয়ে পড়ছে। আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়।”

চিকিৎসকরা জানান, বাম দিকের খুলি খোলা রাখা হয়েছে কারণ সেই অংশে মগজের ক্ষত বেশি। চাপ কমাতে ভেতরের রক্ত ও পানি অপসারণ করা হয়েছে। হাদির অবস্থা প্রতি মুহূর্তে ওঠানামা করছে। তিনি পুরোপুরি নিস্তেজ নন, তবে জীবনের ঝুঁকি অত্যন্ত বেশি। এখন দেশবাসীর দোয়া প্রয়োজন।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
আগামি ৩০ জানুয়ারি নোয়াখালীতে যাচ্ছেন জামায়াতের আমির Jan 27, 2026
img
সুতা আমদানিতে অসম সুবিধা বন্ধে সরকারের হস্তক্ষেপ চায় বিটিএমএ Jan 27, 2026
img
২৭ জানুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল Jan 27, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 27, 2026
নেদারল্যান্ডসে ২০২৬ ফিফা বিশ্বকাপ বিশ্বকাপ বয়কটের দাবিতে পিটিশন Jan 27, 2026
বনগাঁয় পারফর্ম করতে গিয়ে ভক্তদের লা/ঞ্ছ/না! Jan 27, 2026
img
২০ বছর পর আজ গাজীপুরে যাচ্ছেন তারেক রহমান Jan 27, 2026
img
ক্যানসার প্রতিরোধ সম্ভব: প্রাথমিক লক্ষণ চিনলে বাঁচতে পারে জীবন Jan 27, 2026
img
চীনের সম্পর্ক ঠিক করতে বেইজিং সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী Jan 27, 2026
img
খণ্ডকালীন কাজের অধিকার সীমিত করতে চায় জার্মানি Jan 27, 2026
img
আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার আহ্বান ইতালির Jan 27, 2026
img
নারায়ণগঞ্জে টাইগার মোমেন গ্রেপ্তার Jan 27, 2026
img
রুপা কিনবেন, জেনে নিন আজকের বাজারদর Jan 27, 2026
img
সিরাজগঞ্জে বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫ Jan 27, 2026
img
ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে বন্ধ ট্রেন চলাচল Jan 27, 2026
img
দেশে আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Jan 27, 2026
img
ব্রাজিলিয়ান তারকা এস্তেভাও উইলিয়ানে মুগ্ধ চেলসি কোচ Jan 27, 2026
img
শেষ ওভারে ৩ ছক্কায় আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় ইতালির Jan 27, 2026
img
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস Jan 27, 2026
img
এবার এরশাদ উল্লাহর নির্বাচনি জনসভার পাশে ককটেল বিস্ফোরণ Jan 27, 2026