ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার নেতাকর্মীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেন তারা। মিছিলটি শহরের শহীদ মিনার থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠন টাঙ্গাইল জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এ সময় বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
পিএ/টিএ