নেতাকর্মীদের কঠোর সতর্ক বার্তা দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর -৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে ভালো সরকার এবং ভালো নির্বাচিত প্রতিনিধি ক্ষমতায় আসবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাবে। স্বাভাবিক কারণে কেউ না কেউ সরকার থাকবে। কিন্তু সরকারে থাকা মানে এ নয় যে মোড়লগিরি করব, দলের নেতাকর্মীরা অপকর্ম করবে। বিএনপি সরকারে গেলেও মোড়লগিরির সুযোগ দেয়া হবে না।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ বাজারের রাজমুকুট কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি।
তিনি বলেন, কিছু নেতাকর্মী মনে করতে পারেন, দল কঠোর অবস্থানে থাকলে তাদের কালেকশনে কিছু অসুবিধা হয়ে যাবে। সেসব নেতাকর্মীর উদ্দেশ্য করে এ্যানি বলেন, প্রয়োজনে বিএনপি সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, চাকুরির ব্যবস্থা করা হবে এবং ব্যবসার জন্য ব্যক্তিগতভাবে টাকার ব্যবস্থা করা হবে। তবুও দলের নাম ভাঙিয়ে অপকর্ম করতে দেয়া হবে না।
তারেক রহমানের বরাদ দিয়ে এ্যানি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন, বিএনপির নাম ভাঙিয়ে, পদ ব্যবহার করে ফায়দা লুটে এবং অপকর্ম করে তার স্থান বিএনপিতে হবে না। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে বিপুল ভোটে বিজয়ী করবে বলে জানান তিনি।
দোয়া মহফিল অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফের) সহ- সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজউল্যা।
দোয়া অনুষ্ঠানে নেতাকর্মীদের নিয়ে তিনি হাততুলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করা হয়।
পিএ/টিএ