ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র মনোনয়নপ্রত্যাশী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির দ্রুত আরোগ্য লাভের আশা প্রকাশ করেন জিএম কাদের।
দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি আহত ওসমান হাদির উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান জাপা চেয়ারম্যান।
এদিন দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।