থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার অবসান ঘটিয়ে দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ট্রাম্প জানান, দুই দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে তার একটি ফলপ্রসূ ফোনালাপ হয়েছে। সেই আলোচনায় দীর্ঘদিনের সীমান্ত বিরোধ থেকে সৃষ্ট সাম্প্রতিক সহিংসতা নিয়ে কথা হয়। উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও সোমবার আবার উত্তেজনা ছড়ায়। ওইদিন থাই সেনাবাহিনী কম্বোডিয়া সীমান্ত এলাকায় বিমান হামলা চালায়। দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আগের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে।
থাইল্যান্ডের উবন রাতচাথানি প্রদেশের বিতর্কিত দুই এলাকায় সংঘর্ষে একজন থাই সেনা নিহত এবং আটজন আহত হন।
এর আগে জুলাই মাসে সীমান্ত সংঘর্ষে বহু মানুষ নিহত হলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। তখন ট্রাম্প সতর্ক করেছিলেন, সংঘর্ষ চলতে থাকলে দুই দেশের সঙ্গে বাণিজ্য আলোচনায় প্রভাব পড়তে পারে।
অক্টোবরে মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে ট্রাম্প উপস্থিত থেকে একটি যৌথ শান্তি ঘোষণা তদারকি করেন। সেখানে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য ঐতিহাসিক দিন বলে অভিহিত করেন। তবে দুই সপ্তাহ পর সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দুই থাই সেনা আহত হলে থাইল্যান্ড সাময়িকভাবে সেই চুক্তি স্থগিত করেছিল।
এদিকে কম্বোডিয়া ট্রাম্পের মধ্যস্থতাকারী ভূমিকার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে।
সূত্র : শাফাক নিউজ
আরপি/টিকে