সম্পর্ক এবং দাম্পত্য জীবনের সূক্ষ্ম দিক নিয়ে নিজের ভাবনা ভাগ করেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। সামাজিক মাধ্যমে প্রকাশিত বক্তব্যে তিনি জানালেন, সুখী দাম্পত্যের মূল রহস্য আসলে ছোট ছোট আচরণ এবং পরস্পরের মানসিক অবস্থা বোঝার মধ্যে নিহিত। তাঁর মতে, ঝগড়ার মুহূর্তে যুক্তি দিয়ে কোনো কিছু বোঝানোর চেষ্টা করা এক ধরনের ভুল পথ।
ভিকি কৌশল বলেন, যখন দাম্পত্যে ঝগড়া হয়, তখন মানুষ আবেগের সঙ্গে প্রতিক্রিয়া করে। সে সময় যুক্তিবোধ প্রায় কাজ করে না, বরং মনের উত্তেজনা ও অনুভূতি প্রাধান্য পায়। তাই ঝগড়ার সময় যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করলে তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বরং পারস্পরিক শান্ত থাকার চেষ্টা, ধৈর্য ধরে শোনার মনোভাব এবং আবেগকে বুঝতে চাওয়াএই দৃষ্টিভঙ্গি সত্যিকারের সমাধানের পথ।
অভিনেতা হিসেবে ভিকি কৌশল তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলেন, সম্পর্ক মানে শুধু ভালো সময় কাটানো নয়, বরং কঠিন মুহূর্তেও একে অপরের পাশে থাকা। সুখী দাম্পত্যের গোপন রহস্য হলো, ছোট ছোট ভুল বোঝাবুঝি আর আবেগঘন মুহূর্তকে শান্তভাবে মোকাবিলা করা, যুক্তি দিয়ে নয়। তাঁর এই উপলব্ধি দাম্পত্য ও সম্পর্কের জটিলতায় একটি কার্যকরী নির্দেশিকা হিসেবে ধরা যেতে পারে।
আরপি/টিকে