চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী সীমান্তে নিখোঁজ হওয়ার দুইদিন এবং পতাকা বৈঠকের একদিন পর বাংলাদেশির লাশ ফেরত দিল ভারত।
এর আগে ভারতের ওপারে ভাগিরথী নদী থেকে বাংলাদেশি যুবক তোশিকুর ইসলামের(২৮) লাশ উদ্ধার করে সেদেশের পুলিশ। তবে পরিবারের দাবি বাখের আলী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ( বিএসএফ) গুলি করে তার লাশ নদীতে ফেলে দেয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্ত দিয়ে লাশ ফেরত দেয় তারা।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ও সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে রাতে ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে তোশিকুর ইসলামের লাশ হস্তান্তর করে। বাংলাদেশি পুলিশের পক্ষে সুকমল চন্দ্র দেবনাথ লাশ গ্রহণ করেন।
তিনি বলেন, তোশিকুর ইসলামের ডান কাঁধ থেকে বুকে ছোররা গুলির চিহ্ন রয়েছে। লাশ গ্রহণের পর রাতেই নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
তোশিকুরের বাবা ইব্রাহিম বলেন, আমাদের নিজেদের গরুর পাল আছে। সেখানে যাওয়ার কথা বলে আমার ছেলে তোশিকুর বুধবার বাড়ি থেকে বের হয়। এর পর থেকে নিখোঁজ ছিল। শুক্রবার রাতে পুলিশ লাশ ফেরত দেয়। তারপর শুনছি বিএসএফ আমার ছেলেকে মেরে ফেলেছে, তবে কীভাবে মেরেছে সেটা বলতে পারব না। এলাকার দুই মেম্বারের মাধ্যমে স্থানীয় বিজিবিকে বিষয়টি জানানো হয়।
তৌশিকুরের ভাই উজির আলী জানান, সে ইনডিয়ার সীমান্তে গিয়েছিল। এখন শুনতে পাচ্ছি ভারতের নদীতে আমার ভায়ের লাশ ভাসছিল। পরে ভারতের জঙ্গিপুরের পুলিশ লাশ উঠিয়া নিয়ে গেছে। সেখানে আমার ভায়ের লাশ কীভাবে গেল তা জানিনা।
প্রসঙ্গত: গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্ত দিয়ে কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান তোশিকুর। পরিবারের দাবি অনুপ্রবেশের অভিযোগে তোশিকুরকে কাছ থেকে গুলি করে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়।
ওপারে ভারতের ভাগিরথী নদী থেকে বাখেরআলী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে তোশিকুর ইসলামের লাশ উদ্ধার করে দেশটির পুলিশ। পরে নিহতের পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে বিজিবি জোহুরপুর সীমান্তে বৃহস্পতিবার তোশির লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠক করলে শুক্রবার রাতে লাশ হস্তান্তর করে ভারত।
যদিও বিজিবির অভিযোগের পরিপ্রেক্ষিতে তোশিকুরের মৃত্যুর কারণ জানতে চাইলে বিএসএফ এর কারণ জানাতে পারেনি। তাই সেখানে কার গুলিতে তোশিকুরের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করেনি বিজিবি।
ইউটি/টিকে