সম্পর্ক এবং ব্যক্তিগত জীবন নিয়ে সমাজের ভাবনার প্রতিফলন সম্প্রতি তুলে ধরেছেন ভারতীয় অভিনেতা সৌরভ চক্রবর্তী। সামাজিক মাধ্যমে নিজের মন্তব্যে তিনি জানালেন, আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছেন যারা বিচ্ছেদের পরও নিরবচ্ছিন্নভাবে সংসার করছেন, তবুও এই বিষয়টি নিয়ে সমাজে খোলাখুলি আলোচনা হয় না।
সৌরভের মতে, সমাজ এখনও ডিভোর্সকে একটি 'নির্দিষ্ট ট্যাবু' হিসেবে দেখছে। মানুষ ব্যক্তিগত সমস্যার বিষয়ে প্রকাশ্যে কথা বলার ক্ষেত্রে দ্বিধাবোধ করে। অনেকেই ডিভোর্সের পর স্বাভাবিক জীবন কাটাচ্ছেন, কিন্তু তাদের এই অভিজ্ঞতা নিয়ে সভ্য ও ভদ্র আলোচনা করা আজও দুষ্কর। তিনি মনে করিয়ে দেন, সম্পর্কের জটিলতা ও ব্যক্তিগত বিচ্ছেদকে গোপন করে রাখার প্রয়োজন নেই, বরং সম্মানজনক ও শিক্ষণীয় উপায়ে এই বিষয়ে সংলাপ হওয়া উচিত।
অভিনেতা হিসেবে সৌরভ চক্রবর্তী ব্যক্তিগত জীবনের এই বাস্তবতার দিকে আলোকপাত করেছেন। তাঁর বক্তব্য সমাজকে সচেতন করে, ডিভোর্সকে শুধুই নেতিবাচক দৃষ্টিতে না দেখে একটি সাধারণ মানবিক বাস্তবতা হিসেবে গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। সৌরভের এই মন্তব্য সম্পর্ক ও সামাজিক মানসিকতার এক গুরুত্বপূর্ণ সচেতনতার আহ্বান হিসেবে ধরা যেতে পারে।
আরপি/টিকে