টেলিভিশনের পর্দায় দীর্ঘদিন ধরেই খলনায়িকার চরিত্রে পরিচিত মুখ অভিনেত্রী মানসী সেনগুপ্ত। শক্তিশালী অভিনয় আর উপস্থিতিতে দর্শকের নজর কাড়লেও সাম্প্রতিক সময়ে তাঁর অভিনয়ের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে ব্যক্তিগত জীবন। বিশেষ করে দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন গত কয়েক বছর ধরেই ঘুরপাক খাচ্ছে।
গত বছর দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে একাধিকবার প্রকাশ্যে দেখা গেলেও কোথাও দেখা যায়নি তাঁর স্বামীকে। সেই থেকেই শুরু হয় দাম্পত্যে দূরত্বের জল্পনা। যদিও সে সময় অভিনেত্রী নিজেই সেই গুঞ্জনে জল ঢেলেছিলেন। পুত্রসন্তানের জন্মের পর মেয়েকে ও ছেলেকে নিয়ে বোন রাইমার সঙ্গে পারিবারিক মুহূর্ত ভাগ করে নিতে দেখা গিয়েছে তাঁকে। তবু দাম্পত্য জীবন নিয়ে কৌতূহল কমেনি।
এই আবহেই সম্প্রতি এক সাক্ষাৎকারে মানসীর একটি মন্তব্য নতুন করে আলোড়ন তুলেছে। নিজের বিয়ে নিয়ে খোলাখুলি কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, তিনি যদি দশ বছর আগে ফিরে যেতে পারতেন, তাহলে একটি ভুল শুধরে নিতেন তিনি বিয়ে করতেন না। শুধু তাই নয়, কাউকে বিয়ে করার পরামর্শও তিনি দেবেন না বলেই জানান। মানসীর মতে, সন্তান জন্ম দেওয়ার জন্য বিয়ে করা আবশ্যক এই ধারণাতেও তিনি বিশ্বাসী নন। তাঁর স্পষ্ট বক্তব্য, সব ক্ষেত্রেই বিয়ে প্রয়োজন এমনটা ভাবার দরকার নেই।
এই মন্তব্য সামনে আসতেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি সত্যিই দাম্পত্যে ভাঙন ধরেছে মানসীর জীবনে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরাসরি কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। তবু তাঁর এই স্বীকারোক্তি ব্যক্তিগত জীবন নিয়ে চলা জল্পনাকে আরও উসকে দিয়েছে বলেই মনে করছেন অনেকে। অভিনয়ের বাইরেও বাস্তব জীবনের সাহসী মতামত দিয়ে ফের আলোচনার কেন্দ্রে মানসী সেনগুপ্ত।
আরপি/টিকে