দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার অন্ধকারে থাকা আদিত্য ধর পরিচালিত পৌরাণিক সুপারহিরো ছবি ‘দ্য ইমর্টাল অশ্বত্থামা’ অবশেষে নতুন করে আলোচনার কেন্দ্রে ফিরে এসেছে। একসময় দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে সামনে রেখে যে স্বপ্নের প্রকল্পের পরিকল্পনা করা হয়েছিল, তা সৃজনশীল জটিলতা ও প্রযোজনাগত কারণে থমকে যায়। বছরের পর বছর সেই ছবি ঘিরে নীরবতা থাকলেও, এবার আবার শোনা যাচ্ছে নতুন সম্ভাবনার কথা।
চলচ্চিত্র অঙ্গনের অন্দরমহলের খবর অনুযায়ী, তেলুগু চলচ্চিত্র জগতের এক উদীয়মান তারকা এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের ব্যাপারে গভীর আগ্রহ দেখাচ্ছেন। যদিও এখনো তাঁর নাম প্রকাশ্যে আসেনি, তবে জানা গেছে তিনি বর্তমানে একটি বড় বাজেটের ছবির কাজ শেষ করছেন, যার মুক্তি নির্ধারিত রয়েছে দুই হাজার ছাব্বিশ সালে। সেই কাজ শেষ হলে তাঁর সময়সূচি অনেকটাই ফাঁকা থাকবে, যা ‘অশ্বত্থামা’র মতো বিশাল প্রকল্পের জন্য আদর্শ সময় হয়ে উঠতে পারে।
এই মুহূর্তে পৌরাণিক কাহিনিভিত্তিক বড় পরিসরের ছবির চাহিদা আবারও বাড়ছে। সাম্প্রতিক সময়ে ‘ধুরন্ধর’ ছবির সাফল্য প্রমাণ করেছে, দর্শকরা আবার পুরাণ, ইতিহাস ও কল্পনার মেলবন্ধন দেখতে আগ্রহী। সেই আবহেই আদিত্য ধরের বহু প্রতীক্ষিত এই সুপারহিরো কাহিনি নতুন করে প্রাণ পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
যদিও এখনো অভিনয়শিল্পীদের তালিকা গোপন রাখা হয়েছে, তবু একটি বিষয় স্পষ্ট আদিত্য ধর তাঁর কল্পনার যোদ্ধাকে খুঁজে পাওয়ার পথেই রয়েছেন। সবকিছু ঠিকঠাক এগোলে, ভারতীয় সিনেমায় পৌরাণিক সুপারহিরো ঘরানায় ‘অশ্বত্থামা’ এক নতুন বিস্ফোরণ ঘটাতে পারে। দর্শক ও অনুরাগীদের অপেক্ষা এখন সেই আনুষ্ঠানিক ঘোষণার দিকে।
এমকে/টিএ