রাজধানীতে দুর্বৃত্তদের গুলিবর্ষণের শিকার হয়ে এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন।
আজ (১৩ ডিসেম্বর) শনিবার দেশের একটি গণমাধ্যমকে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, চিকিৎসাধীন হাদির হৃৎপিণ্ড ও ফুসফুস কাজ করছে। তবে মস্তিষ্কের কার্যক্রম পাওয়া যাচ্ছে না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার সময় তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছিলেন বলে জানা গেছে।
গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। প্রথমে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেবার পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছেন।
এসএস/টিএ