এক সময়ের ব্যস্ত ও পরিচিত মুখ মোনালিসা শোবিজ ছেড়ে বহু আগেই বেছে নিয়েছিলেন প্রবাসজীবন। অভিনয় ও মডেলিং থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পেশাদার রূপসজ্জাশিল্পী হিসেবে। এবার সেই কর্মজীবনেই এলো নতুন সুখবর ব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন তিনি।
জানা গেছে, আন্তর্জাতিক প্রসাধনসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে টানা ১২ বছর জ্যেষ্ঠ রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করার পর সম্প্রতি প্রতিষ্ঠান পরিবর্তন করেছেন মোনালিসা।
নতুন একটি প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠানে তিনি যোগ দিয়েছেন ব্যবস্থাপক হিসেবে। গতকাল শুক্রবার থেকেই শুরু হয়েছে তার ক্যারিয়ারের নতুন অধ্যায়।
নিজের ফেসবুক পোস্টে এই আনন্দের খবর ভাগ করে নেন মোনালিসা। সেখানে তিনি লেখেন, ‘এই নতুন অধ্যায়ের জন্য আমি নিজেকে ভীষণভাবে ধন্য মনে করছি।
কঠোর পরিশ্রমই আমাকে আজকের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। নতুন দায়িত্ব পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে উঠেছি। সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ, নতুন সম্ভাবনা।’
এই অর্জন নিয়ে উচ্ছ্বসিত মোনালিসা জানান, ‘অনেক কষ্ট আর পরিশ্রমের পর আজ আমি এই জায়গায় এসেছি।
অভিনয় ও মডেলিং আমার ভালোবাসা, কিন্তু মেকআপ আমার প্যাশন। যুক্তরাষ্ট্রে এসে বুঝেছি, এই সেক্টরে আমার আরো অনেক কিছু করার আছে।’
একসময় নাটক, বিজ্ঞাপনচিত্র ও মডেলিংয়ে নিয়মিত দেখা যেত মোনালিসাকে। নাচেও ছিল তাঁর দারুণ পারদর্শিতা। তবে হঠাৎ করেই শোবিজ থেকে সরে গিয়ে তিনি প্রবাসজীবন বেছে নেন।
গত বছর দেশে এলেও কিছুদিনের মধ্যেই আবার ফিরে যান যুক্তরাষ্ট্রে।
এদিকে অভিনয়ে পুরোপুরি বিদায় না হলেও মুক্তির অপেক্ষায় রয়েছে মোনালিসা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’। সংগীতশিল্পী হৃদয় খান পরিচালিত ও অভিনীত এই চলচ্চিত্রের টিজার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করে দেশ ছাড়েন মোনালিসা। পরে তাঁদের বিচ্ছেদ ঘটে, সেই অধ্যায় পেরিয়ে আজ তিনি নিজ কর্মক্ষেত্রে এক নতুন সাফল্যের মুখ দেখছেন।
এমকে/টিএ