প্যান-ইন্ডিয়া সেনসেশন প্রভাস আবারও রেকর্ড ভেঙেছেন এইবার তাঁর আসন্ন ছবি ‘স্পিরিট’-এর জন্য ননস্টপ ₹১৬০ কোটি পারিশ্রমিক পাওয়ায়, যা তাঁকে তেলেগু চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতার শীর্ষে দাঁড় করিয়েছে। এই মাইলফলক প্রমাণ করে, প্রভাস শুধু আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক স্তরের সুপারস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।
‘বাহুবলীর’ সাফল্যের পর থেকে প্রভাস সচেতনভাবে প্যান-ইন্ডিয়া ও আন্তর্জাতিক প্রকল্পের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। এর মধ্যে রয়েছে ‘কাল্কি ২৮৯৮ এডি’, ‘সালার ২’, ‘দ্য রাজা সাব’ এবং ‘ফৌজি’। শুধু নামেই তাঁর উপস্থিতি নিশ্চিত করে বক্স অফিস সাফল্য না শুধু ভারতে, বরং যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানেও।
চলচ্চিত্র অঙ্গনের অভ্যন্তরীণ সূত্রের দাবি, প্রভাসের ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক আবেদন অতুলনীয়। সেসবই এই দশকের মধ্যে তাঁর পারিশ্রমিক ₹১০০ কোটি থেকে ₹১৬০ কোটি পর্যন্ত উত্থানের যৌক্তিক ব্যাখ্যা প্রদান করে। যদিও আল্লু অর্জুন ‘পুষ্পা: দ্য রুল’ এবং পরিচালক অ্যাটলির সঙ্গে সহযোগিতায় দ্রুত এগোচ্ছেন, তবু প্রভাস এখনও তেলুগু চলচ্চিত্র জগতের পারিশ্রমিকের অপ্রতিদ্বন্দ্বী শীর্ষে রয়েছেন।
এমকে/টিএ