প্রভাস এখন শুধু প্যান-ইন্ডিয়া তারকা নয়—তিনি উচ্চমূল্যের এক ফেনোমেনন, যার পরবর্তী পাঁচটি ছবিতে মোট ₹৪০০০ কোটি বিনিয়োগ জড়িত। ‘বাহুবলী’র পর থেকে প্রভাসের বাজার বিস্ফোরিত হয়েছে, কিন্তু সেই সাফল্যের সঙ্গে চাপও বেড়েছে বহুগুণ।
পরবর্তী পাঁচটি ছবি এবং সম্ভাব্য বক্স অফিস প্রত্যাশা:
• দ্য রাজা সাব (পরিচালক মারুতি): বাজারে আপাতঃসংবাদ কম হলেও বাণিজ্যিক প্রত্যাশা ₹৩৫০ কোটি।
• ফৌজি (পরিচালক হানু রাঘবাপুদি): প্রভাসের গণপ্রিয় ইমেজের সঙ্গে আবেগঘন যুদ্ধ নাটক, সম্ভাব্য ব্যবসা ₹৫০০ কোটি।
• সালার ২ (পরিচালক প্রসান্ত নীল): পার্ট ১–এর সাফল্যের উপর ভিত্তি করে প্রত্যাশা ₹৮০০ কোটি।
• স্পিরিট (পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা): সবচেয়ে বড় বাজি, প্রি-রিলিজ ব্যবসা ₹১০০০ কোটি ধরা হচ্ছে।
• কাল্কি ২ (পরিচালক নাগ অশ্বিন): ‘কাল্কি ২৮৯৮ এডি’র বৈশ্বিক সাফল্যের পর পার্ট ২ এর সম্ভাব্য ব্যবসা রিলিজের আগেই ₹১২০০ কোটি।
এই তালিকায় প্রভাস একমাত্র ভারতীয় অভিনেতা যাঁর পরবর্তী ছবির বিনিয়োগ ₹৪০০০ কোটি ছাড়িয়েছে। তবে এত উচ্চমূল্যের ঝুঁকি ছাড়াই নয় একটি ছবি ব্যর্থ হলেও তা প্রচুর ক্ষতির কারণ হতে পারে বিতরণকারীদের জন্য। বাণিজ্যিক মহলে এখন সব চোখ প্রভাসের ওপর, যে তিনি কি কনটেন্টের মান এবং প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে সেই বিপুল বিনিয়োগের প্রত্যাশা পূরণ করতে পারবেন।
এমকে/টিএ