আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়ালের কনসার্টে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। অনুষ্ঠানে দর্শক-শ্রোতার উপচে পড়া ভিড় থাকলেও সেই অনুপাতে নিরাপত্তা ও ব্যবস্থাপনার প্রস্তুতি ছিল না বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।
অনুষ্ঠান শুরুর আগেই মাঠে বিপুলসংখ্যক দর্শক জমায়েত হন। ভিড় সামাল দিতে ব্যর্থ হয়ে নিরাপত্তারক্ষীরা এক পর্যায়ে অনুষ্ঠানস্থলের সব প্রবেশদ্বার বন্ধ করে দেন।
এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। বিশৃঙ্খলা এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শিল্পীর গান চলাকালীন দর্শকরা সুরের মূর্ছনায় মগ্ন থাকলেও মাঠের একাংশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশ হস্তক্ষেপ করে।
উল্লেখযোগ্যভাবে, ওই কনসার্টে উপস্থিত ছিলেন আগরতলার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লব কুমার দেব। এ ছাড়া অনুষ্ঠানে দেখা যায় ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে।
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগেও বিভিন্ন জনপ্রিয় তারকার কনসার্ট ও বড় আয়োজনে ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এমকে/টিএ