টলিউড থেকে বলিউড—নিজের ফিটনেস এবং দুর্দান্ত অভিনয়ের জাদুতে যিনি দর্শকদের মুগ্ধ করেছেন, সেই অভিনেতা টোটা রায়চৌধুরী সম্প্রতি বাঙালির মানসিকতা নিয়ে এক রূঢ় সত্য তুলে ধরেছেন। তিনি আক্ষেপ প্রকাশ করেছেন যে, আমরা গুণী মানুষদের কদর করতে দেরি করে ফেলি।
টোটা বলেন, "আমরা বাঙালিরা মানুষকে জীবিত অবস্থায় সম্মান দিই না। চলে গেলে বলি, ‘আহা, কী দুর্দান্ত ছিল।’"
তাঁর মতে, একজন মানুষ যখন বেঁচে থাকেন, তখন তাঁর প্রতিভাকে উপেক্ষা করা হয় বা সমালোচনা করা হয়। কিন্তু সেই মানুষটি মারা গেলেই হঠাৎ করে সবার ভালোবাসা উপচে পড়ে।
অভিনেতা মনে করেন এই লোকদেখানো আবেগের কোনো মূল্য নেই। তিনি স্পষ্ট ভাষায় বলেন, "সম্মানটা জীবিত অবস্থায় দিলে তবেই তার মূল্য থাকে।"
টোটা রায়চৌধুরীর এই আক্ষেপ আসলে আমাদের সমাজের এক চরম দ্বিচারিতার দিকেই আঙুল তুলেছে—যেখানে প্রতিভাকে স্বীকৃতি দিতে প্রায়শই বড্ড দেরি হয়ে যায়।
আইকে/টিএ