টলিউডের 'কুইন' এবং সুপারস্টার কোয়েল মল্লিক, যিনি পর্দার আড়ালে একজন অত্যন্ত স্নেহময়ী মা, সম্প্রতি সন্তান প্রতিপালন (প্যারেন্টিং) নিয়ে তাঁর এক চমৎকার উপলব্ধির কথা শেয়ার করেছেন। তিনি মনে করেন, শিশুদের কৌতূহল বা প্রশ্নকে কখনোই তুচ্ছ করা উচিত নয়।
কোয়েল মল্লিক বলেন, "সন্তানের প্রশ্ন আমাদের কাছে ছোট হতে পারে, কিন্তু ওদের জগতে সেটা বিশাল।"
বড়দের ব্যস্ত জীবনে বাচ্চার ছোটখাটো প্রশ্ন অনেক সময় অর্থহীন বা বিরক্তিকর মনে হতে পারে। কিন্তু কোয়েল মনে করিয়ে দেন যে, শিশুর ছোট দুনিয়ায় সেই প্রশ্নটিই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তিনি একজন সচেতন মা হিসেবে নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, "একজন মা হিসেবে আমি সেই প্রশ্নকে সম্মান করতেই বেশি ভালবাসি।"
তাঁর এই উক্তি প্রমাণ করে যে, তিনি তাঁর সন্তানকে কতটা ধৈর্য ও শ্রদ্ধার সাথে বড় করছেন। সন্তানের মানসিক বিকাশের জন্য তার কৌতূহলকে গুরুত্ব দেওয়া যে কতটা জরুরি, কোয়েল মল্লিকের এই বার্তাটি সকল মায়েদের কাছে সেই শিক্ষাই পৌঁছে দেয়।
আইকে/টিএ