‘ধুরন্ধর’ ছবিতে শক্তিশালী অভিনয়ের পর আবারও আলোচনার কেন্দ্রে অর্জুন রামপাল। তবে এবার কাজের জন্য নয়, ব্যক্তিগত জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় নিজেই সামনে আনলেন অভিনেতা। দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে এতদিন নীরব থাকলেও অবশেষে জানালেন, বান্ধবী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে তাঁর বাগদান সম্পন্ন হয়েছে।
সম্প্রতি রিয়া চক্রবর্তীর একটি কথোপকথনমূলক অনুষ্ঠানে হাজির হয়ে অর্জুন খোলামেলা ভাবে কথা বলেন গ্যাব্রিয়েলার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে। কথায় কথায় উঠে আসে বিয়ের প্রসঙ্গ। সেখানেই প্রথমবার প্রকাশ্যে আসে তাঁদের বাগদানের খবর। অর্জুন জানান, তাঁরা এখনও বিবাহবন্ধনে আবদ্ধ না হলেও পরস্পরের প্রতি প্রতিশ্রুতি দিয়েই এগিয়ে চলেছেন। ভবিষ্যতে কী হবে, তা সময়ই বলবে এই বিশ্বাসেই সম্পর্ককে স্বাভাবিক ছন্দে এগিয়ে নিয়ে যেতে চান তাঁরা।
গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসও একই অনুষ্ঠানে সম্পর্ক নিয়ে নিজের ভাবনার কথা জানান। দীর্ঘ ছয় বছরের ভালোবাসায় বিশ্বাস, বোঝাপড়া আর বন্ধুত্বই তাঁদের সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন তিনি। বিয়ে নিয়ে তাড়াহুড়ো নয়, বরং সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়াই তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ১৯৯৮ সালে মডেল মেহর জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অর্জুন রামপাল। সেই সংসারে রয়েছে দুই কন্যা, মাহিকা ও মাইরা। ২০১৯ সালে সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে। তার পর থেকেই গ্যাব্রিয়েলার সঙ্গে নতুন করে জীবনের পথ চলা শুরু অভিনেতার। ছয় বছরের সেই সম্পর্ক এবার বাগদানের মাধ্যমে পেল নতুন স্বীকৃতি।
রুপোলি পর্দায় একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে প্রমাণ করার পাশাপাশি বাস্তব জীবনেও যে স্থিরতা খুঁজে পেয়েছেন অর্জুন, তা তাঁর কথাতেই স্পষ্ট। অনুরাগীদের চোখ এখন একটাই প্রশ্নে কবে চারহাত এক হবে তাঁদের।
আরপি/টিকে