পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (লিথুয়ানিয়ায় অনাবাসিক), মো. ময়নুল ইসলাম লিথুয়ানিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেছেন।
সম্প্রতি হওয়া সভা নিয়ে ওয়ারশের বাংলাদেশ দূতাবাস জানায়, গত ৯ ডিসেম্বর মতবিনিময় সভায় উপস্থিত বাংলাদেশিরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত প্রদান করেন। রাষ্ট্রদূত আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া ও সংশ্লিষ্ট দিকনির্দেশনা তুলে ধরেন। সভায় তিনি ভিসা প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে বাংলাদেশে ভিএফএস সেন্টার স্থাপনের অগ্রগতি, দূতাবাসের প্রদত্ত নানাবিধ সেবা, মোবাইল কনস্যুলার সার্ভিস সম্প্রসারণ এবং সেবাকে আরও সহজলভ্য করার বিভিন্ন উদ্যোগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন।
রাষ্ট্রদূত বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব তুলে ধরে প্রবাসীদেরকে বাংলাদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে ব্যাংকিং ও অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের সেবা ব্যবহারের আহ্বান জানান।
আরপি/এসএন