গভীর নলকূপের জন্য খোঁড়া উন্মুক্ত গর্তে যেকোনো দুর্ঘটনা রোধে বিভাগের ৮টি জেলা প্রশাসককে চিঠি দিয়ে সব গভীর নলকূপের তথ্য চাওয়া হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল আলম সরকারের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য চাওয়া হয়েছে। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, রাজশাহী বিভাগের আওতাধীন ৮টি জেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), বিএডিসি (সেচ) কর্তৃক এবং স্থানীয় উদ্যোগে গভীর নলকূপ স্থাপন করা হয়। অনেক ক্ষেত্রে গভীর নলকূপের পাইপের মুখটি উন্মুক্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রাখা হয়। এতে করে অনেক দুর্ঘটনা ঘটতে পারে।
এমতাবস্থায়, এ বিভাগের ৮টি জেলায় গভীর নলকূপের পাইপ উন্মুক্ত ঝুঁকিপূর্ণ থাকার কারণে সৃষ্ট দুর্ঘটনা রোধকল্পে সংযুক্ত ছক মোতাবেক তার জেলার তথ্য আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে এ কার্যালয়ে প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
বিভাগের আট জেলা প্রশাসকরা হলেন- রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট।
প্রসঙ্গত, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ৪০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর শিশুটিকে রাত সাড়ে ৯টার দিকে উদ্ধার করে। এরপর তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।
এসএস/এসএন