হিন্দি টেলি দুনিয়ার জনপ্রিয় মুখ অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে এবং তার স্বামী ভিকি জৈন। জীবনের নানা ওঠাপড়া, ভাঙা-গড়া পেরিয়ে চার বছর আগে ভিকির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অঙ্কিতা। আজ সেই বিয়েরই জন্মদিন।
বেশ কিছু বছর আগে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ‘বিগ বস’ শোয়ের হাত ধরে বারবার চর্চায় উঠে এসেছে অঙ্কিতা ও ভিকির দাম্পত্য। কিন্তু সেইসব জটিলতা কাটিয়ে ফের সুখী দাম্পত্যযাপনে ফিরেছেন তাঁরা। এদিন তারই ঝলক দেখা গেল তাঁদের সোশাল মিডিয়ায় চোখ রাখতেই। ভিকির সঙ্গে একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে একটি পেল্লাই মাপের কেক কেটে, নাচে-গানে জমজমাট করে তোলেন নিজেদের বিশেষ দিন। ক্যাপশনে লেখেন, ‘আমাদের একসঙ্গে চার বছর। একসঙ্গে বেড়ে ওঠার, ওঠাপড়ার, ভালোবাসার। আমরা একে অপরকে সবসময় শক্তি জুগিয়েছি। পাশে থেকেছি।’
অঙ্কিতা আরও লেখেন, ‘আমরা একসঙ্গে বন্ধুত্ব এবং ভালোবাসাকে উদযাপন করেছি। ধৈর্য, ভালোবাসাকে পাথেয় করে আমরা এগিয়ে গিয়েছি। এবং আমাদের একসঙ্গে পথ চলার চার বছর বলতে আমরা এটাই বুঝি। আরও অনেকটা পথ দু’জনকে একসঙ্গে চলতে হবে।’ এই পোস্টে অঙ্কিতা তাঁদের দু’জনের মধ্যেকার ভালোবাসা এককথায় তুলে ধরেছেন। শুধু তাই নয়, একইসঙ্গে এই পোস্টে উপচে পড়েছে অনুরাগীদের কমেন্ট। তাঁরা প্রত্যেকেই অঙ্কিতা ও ভিকিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, ‘আগামীর পথ চলা আরও শুভ হোক।’
এসএন