অভিনেতা রাশেদ মামুন অপু ও সংবাদ পাঠিকা মমরেনাজ মোমো দম্পতির সংসার ভেঙেছে। আজ রোববার প্রথমবারের মতো তাদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আনেন মমরেনাজ মোমো।
তিনি জানান, ছয় বছর আগেই তাদের বিচ্ছেদ হয়েছে। সামাজিক প্রতিবন্ধকতা, ভয় ও লজ্জার কারণে দুজনের সম্মতিতেই এতদিন বিচ্ছেদের বিষয়টি চেপে রাখা হয়েছিল।
ফেসবুক পোস্টে মোমো লিখেছেন, ‘অবশেষে ঈশ্বর ক্ষমা করলেন। সামাজিক প্রতিবন্ধকতা, ভয়, লজ্জার জন্য দীর্ঘ ছয় বছরের বিচ্ছেদ চেপে রাখার সিদ্ধান্ত দুজন মিলে নিয়েছিলাম।
গোপনীয়তা বিষয়টি খুবই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল দুজনের জন্যই। তাই দুজনের সিদ্ধান্তেই এখন বিষয়টি পরিষ্কার করতে চাই। বিচ্ছেদ মানেই ধ্বংস বা সবকিছুর শেষ নয়।’
তবে বিচ্ছেদের বিষয়ে এখন পর্যন্ত রাশেদ মামুন অপু কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
প্রসঙ্গত, টেলিভিশন নাটক, ওটিটি ও চলচ্চিত্র—অভিনয়ের সব মাধ্যমে সমানভাবে কাজ করে যাচ্ছেন অভিনেতা রাশেদ মামুন অপু। কয়েকমাস আগে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তিনি। ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেই সম্প্রতি নতুন সিনেমা ‘প্রিন্স’-এ চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। এরই মধ্যে এলো সংসার ভাঙার খবর।
এসএন