নাটকে অভিনয় অনেকটা ছেড়ে দিয়েছেন সাবিলা নূর, আর এবছরই তার অভিষেক হয়েছে সিনেমায়। রায়হান রাফী পরিচালিত শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় দেখা গেছে সাবিলাকে। গেল ঈদুল আযহায় শাকিবের সঙ্গে সাবিলার জুটি হওয়ার বিষয়টি আলোচনার জন্ম দেয়। শাকিব-সাবিলার ‘লিচুর বাগানে’ গানটি বিপুল জনপ্রিয়তা পায়।
সিনেমায় অভিনয় ও গান নিয়ে আলোচনার এই বিষয়টিকে ‘চলতি বছরের সবচেয়ে বড় প্রাপ্তি’ বলে মনে করেন জনপ্রিয় এই অভিনেত্রী।
সাবিলা নূর বলেন, ‘২০২৫ সালে আমার সবচেয়ে বড় প্রাপ্তি ছিল মেগাস্টার শাকিব খানের সিনেমা করা। সিনেমা মুক্তির পর দর্শকদের ভালোবাসাটা একেবারে কাছ থেকে অভিজ্ঞতা নেয়াটাও বড় অর্জন ছিল। সবকিছু মিলিয়ে এই বছরটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে।’
আসন্ন ঈদুল ফিতরে মুক্তি টার্গেট করে ‘বনলতা এক্সপ্রেস’ নামে নতুন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাবিলা। ‘উৎসব’-খ্যাত নির্মাতা তানিম নূর পরিচালিত এতে আরও অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারি মন, বাঁধন, ইন্তেখাব দিনার প্রমুখ। এটি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে।
শনিবার ‘বনলতা এক্সপ্রেস’র সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাবিলা নূর বলেন, ‘এই সিনেমায় (বনলতা এক্সপ্রেস) এতো গুণী শিল্পীরা থাকছেন, তাদের সঙ্গে শুটিং অভিজ্ঞতা কেমন হবে, সেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। হুমায়ূন আহমেদ স্যারের উপন্যাসে এতো সুন্দর একটি চরিত্রে কাজ করবো, এটাও আমি মনে করি ক্যারিয়ারে একটা অর্জন হয়ে থাকবে। আমি চেষ্টা করবো, দর্শকের প্রত্যাশা যেন ঠিকভাবে পূরণ করতে পারি।’
সিয়াম আহমেদের বিপরীতে আরেক ছবি ‘রাক্ষস’ ছেড়ে দিয়েছেন সাবিলা নূর। এটি আগামী ঈদে মুক্তি টার্গেট করে নির্মিত হতে যাচ্ছে।
কেন ‘রাক্ষস’ ছাড়লেন জানতে চাইলে সাবিলা নূর বলেন, আমার সঙ্গে তানিম নূর ভাইয়া প্রায় ছয়মাস আগে যোগাযোগ করেছিলেন। অনেকবার তার সঙ্গে প্রজেক্টটি নিয়ে আলাপ হয়েছে। ‘বনলতা এক্সপ্রেস’ করার জন্য তাকে আগে কমিটমেন্ট দেয়া ছিল। তাছাড়া দুটি সিনেমার শুটিং শিডিউল একেবারে একই সময়ে পড়ে গেছে।
সাবিলা নূর আরও বলেন, আমার কাছে মনে হয়েছে, দুটি সিনেমাতে চরিত্র খুবই গুরুত্বপূর্ণ এবং লম্বা সময় ধরে শুটিং হবে, তাই দুটির কাজ একই সময়ে প্রফেশনালি করতে পারতাম না। যেহেতু তানিম ভাইয়ার সঙ্গে আগে কমিটমেন্ট দেয়া, এজন্য ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটা করছি।
ইএ/টিএ