মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার (১৪ই ডিসেম্বর) মাত্র এক ঘণ্টার ভারী বৃষ্টিপাতে এই বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, বন্যায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছিল, তবে প্রাথমিক চিকিৎসার পর অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়েছে। রাজধানী রাবাত থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই প্রদেশে বর্তমানে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে।
কর্তৃপক্ষ জানায়, মাত্র এক ঘণ্টার প্রবল বর্ষণ সাফির পুরোনো শহরের চিত্র পাল্টে দেয়। বৃষ্টির তীব্রতায় শহরের নিচু এলাকার ঘরবাড়ি এবং দোকানপাট প্লাবিত হয়। পানির তোড়ে রাস্তায় থাকা বহু গাড়ি ভেসে যায় এবং সাফি ও এর আশেপাশের এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে।
দীর্ঘ সাত বছরের টানা খরার কারণে মরক্কোর প্রধান জলাধারগুলো প্রায় শুকিয়ে গিয়েছিল। সেই খরা কাটিয়ে বর্তমানে দেশটির এটলাস পর্বতমালায় ভারী বৃষ্টিপাত ও তুষারপাত শুরু হয়েছে। আবহাওয়ার এই চরম পরিবর্তনের ফলেই এমন আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স
এমআর/টিকে