দক্ষিণী বিনোদন দুনিয়ায় আবারও শক্ত অবস্থান নিতে চলেছেন কাজল আগরওয়াল। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘আর্যা’র তেলুগু রূপান্তর ‘বিশাখা’য় মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি তেলুগু ওটিটি জগতে শক্তিশালী প্রত্যাবর্তনের পথে। সম্প্রতি এক দক্ষিণ ভারতীয় কনটেন্ট ঘোষণামঞ্চে এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে, যেখানে আঞ্চলিক গল্প বলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়। সেই তালিকায় সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর একটি হয়ে উঠেছে ‘বিশাখা’।
দক্ষিণী চলচ্চিত্র জগতকে নিজের ঘর বলেই বরাবর মনে করেন কাজল। এই নতুন যাত্রা নিয়ে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানিয়েছেন, তেলুগু ভাষার দর্শকের সামনে আবারও নতুনভাবে নিজেকে তুলে ধরতে পারাটা তাঁর কাছে বিশেষ আবেগের। ‘বিশাখা’য় তাঁকে দেখা যাবে এক দৃঢ়চেতা নারীর ভূমিকায়, যিনি পরিস্থিতির চাপে ধীরে ধীরে রূপ নেন এক ভয়ডরহীন রক্ষকের চরিত্রে। অপরাধ, আনুগত্য আর বেঁচে থাকার লড়াইয়ের ভেতর দিয়ে এগিয়ে যাবে এই চরিত্রের পথচলা।
নির্মাতাদের ভাষায়, ‘বিশাখা’ কেবল একটি অপরাধকেন্দ্রিক গল্প নয়, এটি একজন নারীর মানসিক দৃঢ়তা, আবেগী ভাঙন ও শক্ত হয়ে ওঠার কাহিনি। মূল সিরিজ ‘আর্যা’র গভীরতা বজায় রেখেই তেলুগু সংস্কৃতির নিজস্ব আবহ ও অনুভূতি যোগ করা হয়েছে এই নতুন রূপান্তরে। ফলে পরিচিত গল্প হলেও দর্শক পাবেন একেবারে নতুন স্বাদ।
২০২৬ সালে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে ‘বিশাখা’। কাজলের সাম্প্রতিক বড় পর্দার কাজ ‘কান্নাপ্পা’ ও ‘সত্যভামা’র পর এই সিরিজ দিয়েই তেলুগু কনটেন্টে তাঁর পূর্ণমাত্রার প্রত্যাবর্তন ঘটতে চলেছে। শক্তিশালী চরিত্র আর আবেগঘন গল্পের মেলবন্ধনে ‘বিশাখা’ যে তেলুগু ওটিটি দর্শকের মধ্যে বিশেষ জায়গা করে নেবে, সেই প্রত্যাশাই এখন ঘুরপাক খাচ্ছে।
এমকে/এসএন