তেলুগু চলচ্চিত্রের জন্য গর্বের মুহূর্ত বয়ে এনেছে ‘অখণ্ড ২’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য দিল্লিতে বিশেষ প্রদর্শনের আয়োজন করা হচ্ছে এই ছবির। বয়াপতি শ্রীনু পরিচালিত এবং নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত এই ছবি দেশের নজর কেড়েছে শক্তিশালী সনাতন ধর্ম, দেশপ্রেম এবং জৈব-যুদ্ধ প্রতিরক্ষা বিষয়ক থিমের মাধ্যমে।
ছবির সাফল্য সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। পরিচালক বয়াপতি শ্রীনু জানান, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে ৩ডি অ্যাকশন-ড্রামা দেখার আগ্রহ প্রকাশ করেছেন। যদিও প্রদর্শনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবুও এই ঘটনা আঞ্চলিক সিনেমার জন্য জাতীয় মঞ্চে এক বিশেষ সাফল্যের মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
‘অখণ্ড ২: থাণ্ডবম’, ১২ ডিসেম্বর মুক্তির পর মাত্র তিন দিনে ৫০ কোটি টাকার ব্যবসা অতিক্রম করেছে। বালাকৃষ্ণার শক্তিশালী অভিনয় এবং উত্তেজনাপূর্ণ গল্পের ধারা ছবিকে দর্শকের কাছে প্রভাবশালী করে তুলেছে, যদিও সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন।
এই বিশেষ প্রদর্শন ও বক্স অফিস সাফল্যের মধ্যে ‘অখণ্ড ২’ প্রমাণ করল, আঞ্চলিক সিনেমা কেবল জনসংখ্যা সীমার মধ্যে নয়, জাতীয় পর্যায়েও প্রভাব বিস্তার করতে সক্ষম।
এমকে/এসএন