তারকাদের জীবনে আলোচনার পাশাপাশি সমালোচনা যেন নিত্যসঙ্গী। এই বাস্তবতার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাও। বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হলেও, বেশির ভাগ সময়ই নেটিজেনদের মন্তব্য উপেক্ষা করে গেছেন তিনি। তবে এবার আর চুপ থাকলেন না।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সামাজিক মাধ্যমে ক্রমাগত ট্রলিং ও নেতিবাচকতার বিরুদ্ধে মুখ খুলেছেন ‘দাবাং’-খ্যাত এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী স্পষ্ট জানিয়েছেন, ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষমূলক মন্তব্যের মাত্রা এমন জায়গায় পৌঁছেছে, যেখানে একা দাঁড়িয়ে এর মোকাবিলা করা প্রায় অসম্ভব।
সোনাক্ষী বলেন, “আমি মনে করি, সবসময়ই নেতিবাচকতার বিরুদ্ধে আওয়াজ তোলা জরুরি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন নেতিবাচকতার পরিমাণ এতটাই বেশি যে একজন মানুষ হিসেবে এর বিরুদ্ধে লড়াই করা যায় না।
বিষয়টা সত্যিই সীমা ছাড়িয়ে যাচ্ছে।”
তিনি আরও জানান, সামাজিক মাধ্যম খুললেই নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হয়, যা মানসিকভাবে ক্লান্তিকর।
অভিনেত্রীর ভাষায়, “পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে প্রতিনিয়ত লড়াইয়ের বদলে অনেক সময় এড়িয়ে যাওয়াই ভালো মনে হয়। সোশ্যাল মিডিয়া খুললেই সব নেতিবাচকতা সামনে হাজির হয়।
তবে একটি বিষয়ে একেবারেই অনড় সোনাক্ষী। তিনি স্পষ্ট করে দিয়েছেন, পরিবারকে লক্ষ্য করে আক্রমণ এলে তিনি কখনোই নীরব থাকবেন না।
অভিনেত্রী বলেন, “যদি কোনো মন্তব্য একেবারেই অসহনীয় হয়ে ওঠে, কিংবা আমার পরিবারকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, যা আমি মেনে নিতে পারি না, তখন আমি অবশ্যই প্রতিবাদ করব। প্রয়োজন হলে প্রত্যেকেরই নিজের জন্য রুখে দাঁড়ানো উচিত।”
এসএন