টলিউডে আনন্দঘন খবর: নাগা চৈতন্য ও সোবিতা ধুলিপালার পরিবারে শীঘ্রই নতুন সদস্য আসতে চলেছেন। ২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ এই দম্পতি সম্প্রতি তাদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন এক শান্ত মন্দির পরিদর্শনের মাধ্যমে। এবার খবর উঠেছে, তারা শীঘ্রই গর্ভধারণের সুখবর শেয়ার করতে যাচ্ছেন।
নাগা চৈতন্য আগে সমান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহিত ছিলেন, যা ২০২১ সালে শেষ হয়। বিচ্ছেদের পর চৈ এবং সোবিতার সম্পর্ক গড়ে ওঠে এবং ফ্যানরা তাদের যাত্রাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। সমান্থাও নতুন জীবন শুরু করেছেন, সম্প্রতি নির্মাতা রাজ নিদামুরুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
পেশাগতভাবে, নাগা চৈতন্য বর্তমানে কার্তিক দান্দুর পরিচালিত ‘মিস্টিক থ্রিলার’-এ কাজ করছেন, যা ‘বিরূপাক্ষ’-এর জন্য পরিচিত। ছবির সহ-প্রযোজক সুকুমার। তার সর্বশেষ কাজ ছিল চন্দু মণ্ডেতির পরিচালনায় ‘থ্যান্ডেল’।
দর্শকরা এখন উন্মুখভাবে দম্পতির পক্ষ থেকে এই হৃদয়ছোঁয়া খবরের আনুষ্ঠানিক ঘোষণা শোনার অপেক্ষায়।
এমকে/এসএন