প্যান-ইন্ডিয়া সুপারস্টার প্রভাস ফের হাজির হতে চলেছেন এক শক্তিশালী পারফরম্যান্সে। সন্দীপ রেড্ডি ভঙ্গার পরিচালিত অত্যন্ত প্রত্যাশিত অ্যাকশন ড্রামা ‘স্পিরিট’-এ তিনি এক নতুন অ্যাকশন অ্যাভাটারে দর্শকদের সামনে আসবেন।
ছবির একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যে প্রভাসের বিপরীতে থাকবেন ২০০-র বেশি ফাইটার। বিশেষভাবে নকশা করা এই দৃশ্যের মাধ্যমে ছবির অ্যাড্রেনালিনের মাত্রা আরও বাড়ানো হবে। এর পাশাপাশি নির্মাতারা প্রস্তুতি নিচ্ছেন ছবির ইন্ট্রোডাক্টরি সং-এর শুটিংয়ের জন্য, যা একটি মহাকাব্যিক সূচনা হিসেবে দর্শকদের সামনে আসবে।
ত্রিপ্তি দিম্রি নারী প্রধান চরিত্রে থাকছেন। এছাড়া প্রভাসের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রকাশ রাজ ও বিবেক ওবেরয়। হুমা কুরেশির অংশগ্রহণও সম্ভাব্য বিশেষ সং-এর মাধ্যমে ছবিতে উত্তেজনা যোগ করবে বলে খবর। ছবির সঙ্গীত করেছেন হর্ষবর্ধন রমেশ্বর। প্রযোজনায় আছেন টি-সিরিজ ও ভদ্রকালী পিকচার্স।
‘স্পিরিট’-এর মাধ্যমে প্রভাস ফের দেখাবেন তার অ্যাকশন দক্ষতা, আর দর্শকরা মুখিয়ে রয়েছেন এই নতুন পারফরম্যান্স উপভোগের জন্য।
এমকে/এসএন