উপমহাদেশের অন্যতম জনপ্রিয় এবং সুমিষ্ট কণ্ঠের অধিকারী শ্রেয়া ঘোষাল, যার সুরের জাদুতে বুঁদ হয়ে থাকে কোটি কোটি শ্রোতা, সম্প্রতি তাঁর জীবনে সঙ্গীতের গুরুত্ব নিয়ে এক আবেগঘন কথা বলেছেন। তিনি গানকে কেবল পেশা নয়, বরং বেঁচে থাকার রসদ হিসেবে দেখেন।
শ্রেয়া বলেন, "আমার কাছে সঙ্গীতই অক্সিজেন।"
তিনি এতটাই সঙ্গীতপ্রেমী যে, গায়িকা হিসেবে নিজের অস্তিত্বের চেয়েও শ্রোতা হিসেবে সঙ্গীতের সাথে যুক্ত থাকাকে বেশি গুরুত্ব দেন। তিনি বলেন, "কোনো দিন গান গাইতে না পারলেও, অন্তত সঙ্গীত শুনে বেঁচে থাকতে পারবো। এটাই আমার মানসিক শান্তি।"
সুরের সাম্রাজ্ঞীর এই উক্তি প্রমাণ করে যে, গান তাঁর কাছে শুধু বিনোদন নয়, বরং নিশ্বাস-প্রশ্বাসের মতোই জরুরি। জীবনের সবটুকু শান্তি তিনি এই সুরের মাঝেই খুঁজে পান।