বলিউডের বাদশা শাহরুখ খান মানেই শুধু রুপোলি পর্দার তারকা নন, অসংখ্য মানুষের কাছে তিনি এক অনুপ্রেরণার নাম। জীবনের উত্থান-পতন, ব্যর্থতা আর সাফল্যের মাঝখানে দাঁড়িয়ে বারবার তিনি শিখিয়েছেন কীভাবে নিজেকে বিশ্বাস করতে হয়। তার একটি উক্তি আবারও আলোচনায় এসেছে, যেখানে কঠিন সময়ের সঙ্গে লড়াই করার সহজ অথচ গভীর এক মন্ত্র শোনালেন তিনি।
শাহরুখ বলেন, যখন মনে হবে জীবনে কিছুই ঠিকঠাক চলছে না, ঠিক তখন গভীর একটা নিশ্বাস নিতে হবে এবং নিজেকে শান্তভাবে বলতে হবে আমি পারব। এই কথার মধ্যেই লুকিয়ে আছে মানসিক শক্তি ফিরে পাওয়ার চাবিকাঠি। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত লড়াই, দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরে আসা সব অভিজ্ঞতার নির্যাস যেন উঠে এসেছে এই একটি বাক্যে।
সাম্প্রতিক সময়ে শাহরুখ খানের প্রত্যাবর্তন, একের পর এক সফল ছবি এবং দর্শকের ভালোবাসা প্রমাণ করেছে, আত্মবিশ্বাস আর ধৈর্য থাকলে যে কোনও অন্ধকার সময় কাটিয়ে ওঠা সম্ভব। তাঁর এই বার্তা তাই শুধু ভক্তদের জন্য নয়, বরং জীবনের নানা চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের কাছেও ভরসার আশ্রয় হয়ে উঠেছে।
শোবিজের ঝলমলে দুনিয়ার আড়ালে যে কঠিন বাস্তবতা থাকে, তা শাহরুখ বহুবার অকপটে স্বীকার করেছেন। সেই কারণেই তাঁর বলা সহজ কথাগুলো আলাদা করে ছুঁয়ে যায়। ‘আমি পারব’ এই বিশ্বাসই যে মানুষকে আবার দাঁড় করাতে পারে, সেটাই নতুন করে মনে করিয়ে দিলেন বলিউডের বাদশা।
আরপি/টিকে