অভিনেত্রী সেলিনা জেটলি তাঁর স্বামী পিটার হাগের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন। ১৫ বছরের দাম্পত্যে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে সেলিনা আন্ধেরির আদালতে মামলা করেন। আদালত উভয় পক্ষকে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত নিজেদের আয় সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
সেলিনা তাঁর স্বামীর কাছ থেকে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ এবং প্রতি মাসে ১০ লাখ টাকার খোরপোশ দাবি করেছেন। অভিযোগে বলা হয়েছে, শুধু শারীরিক নির্যাতন নয়, সন্তানদের কাছ থেকে দূরে রাখা এবং ব্যক্তিগতভাবে মানহানির ঘটনাও ঘটেছে। তিনি জানিয়েছেন, স্বামী মদ্যপান ও রাগের কারণে ঘরোয়া হিংসা চালাতেন এবং তাঁকে পরিচারিকার সঙ্গে তুলনা করতেন।
এমকে/এসএন