ভরা মঞ্চে এক তরুণীর হিজাবে টান দেওয়ার অভিযোগ ঘিরে তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাটনায় এক সরকারি অনুষ্ঠানের সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয় প্রবল ক্ষোভ। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও নিন্দার ঝড় ওঠে। এই আবহে ঘটনার প্রতিবাদে মুখ খুললেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম।
সোমবার পাটনায় আয়ুষ চিকিৎসকদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন নীতীশ কুমার। অনুষ্ঠানের আনুষ্ঠানিকতায় হিজাব পরিহিতা এক তরুণীর হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। ভিডিওতে দেখা যায়, সব কিছু স্বাভাবিকই চলছিল। কিন্তু আচমকাই তরুণীর হিজাবের দিকে হাত বাড়িয়ে টান দেওয়ার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। হঠাৎ এই ঘটনায় চমকে যান তরুণী। পরিস্থিতি সামলাতে দ্রুত মঞ্চ ছাড়েন তিনি। সেই দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র বিতর্ক।
ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দল কড়া ভাষায় নিন্দা জানায়। পাশাপাশি সাধারণ মানুষও প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। এই পরিস্থিতিতে সমাজমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান জায়রা ওয়াসিম। তিনি লেখেন, একজন নারীর সম্মান কখনওই তামাশার বিষয় হতে পারে না, বিশেষ করে প্রকাশ্য মঞ্চে। একজন ইসলাম ধর্মাবলম্বী নারী হিসেবে অন্য এক নারীর হিজাব নিয়ে এমন আচরণ তাঁকে গভীরভাবে আঘাত করেছে বলে জানান অভিনেত্রী।
জায়রার বক্তব্যে উঠে আসে ক্ষমতা ও দায়িত্বের প্রসঙ্গও। তাঁর মতে, ক্ষমতা কখনও কাউকে সীমা লঙ্ঘনের অধিকার দেয় না। মুখে হাসি রেখে এমন আচরণ আরও বেশি যন্ত্রণাদায়ক। তাই এই ঘটনার জন্য নীতীশ কুমারের প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
অল্প বয়সেই আমির খানের ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন জায়রা ওয়াসিম। পরে অভিনয়জগৎ থেকে সরে গেলেও সামাজিক অন্যায় ও মানবিক প্রশ্নে তাঁর স্পষ্ট অবস্থান বারবার সামনে এসেছে। এবারও নারীর মর্যাদা ও সম্মানের প্রশ্নে তাঁর আপসহীন অবস্থান নতুন করে আলোচনার কেন্দ্রে।
এমকে/এসএন