ছোট পরিসর, ঘরোয়া আবহ আর আপনজনদের উপস্থিতিতেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ‘খুকুমণি’ খ্যাত অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। চিকিৎসক গৌরব দত্তের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেললেন তিনি। আগে থেকেই জানিয়েছিলেন নির্দিষ্ট দিনে কাগুজে বিয়ের কথা। ঠিক সেই মতোই ১৫ ডিসেম্বর আইনি বিয়ে সম্পন্ন হলেও ১৬ ডিসেম্বর প্রকাশ্যে আসে সেই বিশেষ দিনের ছবি।
ছিমছাম আয়োজনেই সেজেছিলেন দু’জন। দীপান্বিতার পরনে ছিল হালকা নীলচে আভা ছড়ানো সিক্যুইনের শাড়ি। খুব কম সাজে, খোঁপায় নরম গোলাপি গোলাপ আর মুক্তো-হিরের হালকা গয়নায় স্নিগ্ধ লাগছিল অভিনেত্রীকে। গৌরবও স্ত্রীর সঙ্গে রংমিলন্তি পোশাকে ঝকঝকে উপস্থিত ছিলেন। দুই পরিবারের মিলিয়ে মাত্র চব্বিশ জনের উপস্থিতিতে রেস্তরাঁয় সেরেছেন আংটি বদল ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা।
আইনিভাবে স্বামী-স্ত্রী হওয়ার পর অতিথিদের আপ্যায়নেও ছিল আলাদা পরিকল্পনা। বাঙালি ঘরানার নিরামিষ পদ নয়, বরং রকমারি কাবাব আর বিরিয়ানির মতো মোগলাই খাবারেই ভূরিভোজ করানো হয় অতিথিদের। সঙ্গে ছিল মিষ্টিও। হাসতে হাসতে দীপান্বিতা জানালেন, কোনও কিছুতেই ছাড় দেননি, সবই উপভোগ করেছেন।
বিয়ের দিনেও কাজ থামেনি অভিনেত্রীর। অনুষ্ঠান শেষ করেই শুটিংয়ে ফিরেছেন তিনি। তাজপুরে চলছে তাঁর নতুন ধারাবাহিক ‘আমি শুধু চেয়েছি তোমায়’-এর শুটিং। সেই শুটিংয়েই সঙ্গী হয়েছেন চিকিৎসক স্বামী গৌরব। আপাতত কর্মসূত্রে মালদায় থাকলেও ছুটি পেলেই তিনি স্ত্রীর কাছে চলে আসছেন। জীবনের নতুন অধ্যায় শুরু হলেও কাজ আর দায়িত্বের মাঝেই নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন দীপান্বিতা ও গৌরব।
এমকে/এসএন