আইনি বিয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। স্টার জলসার নতুন মেগায় ফেরার আগেই ব্যক্তিগত জীবনে বড় সিদ্ধান্ত নিলেন ‘খুকুমণি’ খ্যাত অভিনেত্রী। মঙ্গলবার সন্ধ্যাতেই নিজের আইনি বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। আগেই জানা গিয়েছিল, ডিসেম্বরে বিয়ে করতে চলেছেন দীপান্বিতা। সেই মতোই সই-সাবুদ করে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন তিনি। বিনোদুনিয়ার কেউ নন,
অভিনেত্রীর জীবনসঙ্গী পশুচিকিৎসক গৌরব দত্ত। দীর্ঘদিন সম্পর্কের কথা গোপন রাখলেও বিয়ের পরেই সম্পর্কে আনুষ্ঠানিক সিলমোহর দিলেন দীপান্বিতা। ইনস্টাগ্রামে বিয়ের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়ে অভিনেত্রী লেখেন, ‘অফিসিয়ালি ম্যারেড… ১৫.১২.২০২৫’। অর্থাৎ সোমবারই আইনি বিয়ে সেরেছেন দু’জন। ছবিতে দেখা যায়, আংটি বদলের মুহূর্তও। আইনি বিয়ের দিনে সোনালি রঙ বেছে নেন বর-কনে দু’জনেই। দীপান্বিতার পরনে ছিল সোনালি টিস্যু সিল্কের শাড়ি, সঙ্গে হিরের নেকলেস ও কানের দুল। ছিমছাম সাজেই ধরা দেন অভিনেত্রী। বাঁ হাতের অনামিকায় ঝলমল করছিল গৌরবের পরানো হিরের আংটি। অন্যদিকে গৌরবও বউয়ের সঙ্গে মিলিয়ে সোনালি পাঞ্জাবিতে সেজেছিলেন। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা। অনস্ক্রিন বর রাহুল মজুমদার, অভিনেত্রী খেয়ালি মণ্ডল-সহ বহু সহকর্মী ও অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন দীপান্বিতাকে।
প্রসঙ্গত, বর-কনে দু’জনেই বাঁকুড়ার বাসিন্দা। পশুপ্রেমী দীপান্বিতার জীবনে চারপেয়ে সন্তানদের গুরুত্ব বরাবরই বেশি। সেই সূত্রেই পশুচিকিৎসক গৌরবের সঙ্গে আলাপ। প্রায় চার বছর ধরে পরিচয়, গত এক বছর সম্পর্কে ছিলেন তাঁরা। এবার সেই সম্পর্ককে আইনি স্বীকৃতি দিলেন দু’জনে।
টেলিভিশনে ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকেও দেখা গিয়েছিল দীপান্বিতাকে। তবে জনপ্রিয়তা আসে খুকুমণি হোম ডেলিভারি ধারাবাহিকের মাধ্যমে। খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় ফিরছেন তিনি। এসভিএফ প্রযোজনায় নতুন মেগা আমি শুধু চেয়েছি তোমায়-এ শুভ্রজিৎ সাহার বিপরীতে দেখা যাবে দীপান্বিতাকে।
এবি/টিকে