ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন হলিউডের কিংবদন্তি অভিনেতা গিল জেরার্ড। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দুঃসংবাদটি নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী জ্যানেট।
মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জ্যানেট লেখেন, ভোরবেলায় তাঁর জীবনসঙ্গী গিল এক বিরল ও অত্যন্ত আক্রমণাত্মক ক্যান্সারের কাছে পরাজিত হয়েছেন। অসুস্থতা ধরা পড়ার পর থেকে মৃত্যুর ব্যবধান ছিল মাত্র কয়েক দিন।
জ্যানেট আরো লেখেন, যত বছরই একসঙ্গে কাটানো হোক না কেন, তা কখনোই যথেষ্ট নয়। প্রিয় মানুষদের শক্ত করে ধরে রাখা এবং নিঃশর্ত ভালোবাসার মূল্য বোঝার কথাও তিনি স্মরণ করিয়ে দেন।
মৃত্যুর পর প্রকাশের অনুরোধ রেখে গিল জেরার্ড নিজেও একটি বার্তা লিখে গিয়েছিলেন, সেটিও শেয়ার করেছেন তাঁর স্ত্রী।
সেখানে অভিনেতা লেখেন, তাঁর জীবন ছিল এক অসাধারণ যাত্রা। কাজের সুযোগ, পরিচিত মানুষ আর ভালোবাসা পাওয়া ও দেওয়ার অভিজ্ঞতা মিলিয়ে পৃথিবীতে কাটানো ৮২টি বছর ছিল পরিপূর্ণ ও তৃপ্তিকর। আরকানসাস থেকে নিউইয়র্ক, সেখান থেকে লস অ্যাঞ্জেলেস এবং শেষ পর্যন্ত উত্তর জর্জিয়ায় স্ত্রীর সঙ্গে কাটানো জীবনের প্রতিটি মুহূর্তের কথা তিনি গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেন।
১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রচারিত জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনি ধারাবাহিক ‘পঁচিশ শতকের বাক রজার্স’ (Buck Rogers in the 25th Century)–এ প্রধান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পান গিল জেরার্ড। সিরিজটিতে তিনি অভিনয় করেন ক্যাপ্টেন উইলিয়াম ‘বাক’ রজার্স— এক মহাকাশচারীর ভূমিকায়, যা আজও দর্শকের মনে আইকনিক হয়ে আছে।
এ ছাড়া গিল জেরার্ড অসংখ্য টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি মার্কিন টেলিভিশনের এক পরিচিত ও সম্মানিত মুখে পরিণত হন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ হলিউড ও বিশ্বজুড়ে তাঁর অসংখ্য অনুরাগী।
সূত্র : পিঙ্কভিলা
এমকে/টিএ