রাজশাহীর পবা উপজেলার কাজীপাড়া এলাকায় রাতের আঁধারে কৃষকের ১১৭টি আমগাছ কেটে ফেলা হয়েছে। দুর্বৃত্তরা মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) রাতে সাইদুর রহমানের বাগানের এই গাছগুলো কেটে ফেলে।
বুধবার (১৭ই ডিসেম্বর) ভোরে বাগানে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন কৃষক সাইদুর রহমান। সারি সারি আমগাছ গোড়া থেকে কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীও হতবাক হয়ে যান।
কৃষক সাইদুর রহমান জানান, দুই বছর আগে পবার সিন্দুর কুসুম্বী মৌজায় সাড়ে ১৫ শতক জমিতে ১৩৩টি উন্নত জাতের আমগাছ রোপণ করেন। গাছগুলোর মধ্যে ছিলো বারোমাসি কাটিমন, আম্রপালি, হাঁড়িভাঙ্গা, গৌড়মতি ও বারি-৪ জাত। ইতোমধ্যে অনেক গাছে মুকুল আসায় এবছরই ফল পবার আশা ছিলো।
সাইদুর রহমান বলেন, গতকাল আমগাছের সঙ্গে সাথি ফসল হিসেবে প্রায় ৬০ কেজি রসুনের বীজ রোপণ করেছি। কিন্তু ভোরে এসে দেখি সব আমগাছ শেষ। ১৩৩টি গাছের মধ্যে ১১৭টি কেটে ফেলা হয়েছে। এটা গাছ কাটা নয়, যেন আমার বুকের ভেতর ছুরি চালানো হয়েছে।
সাইদুর রহমান বলেন, আমগাছের ভেতরে কিছু তরুণ ফুটবল খেলতো। রসুন লাগানোর ফলে তাদের খেলাধুলা বন্ধ হয়ে যায়। একারণে তারা ক্ষুব্দ হয়ে গাছগুলো কেটে নিতে পারে। এতে আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকাটিতে মানুষের চলাফেরা কম। গভীর রাতে এঘটনা ঘটানো হয়েছে। গাছের সাথে এমন শত্রুতা মানা যায় না। স্থানীয় আব্দুর রহমান নামের এক ব্যক্তি বলেন, পূর্বশত্রুতা বা জমি সংক্রান্ত কোন বিরোধে এমনটা হতে পারে।
পবা থানার উপ-পরিদর্শক প্রতাপ কুমার জানান, এঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। শিগগিরই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ইউটি/টিএ