নিরাপত্তা জনিত কারণে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা রাবি শিক্ষকের

নিরাপত্তা জনিত কারণে ক্লাস-পরীক্ষা নিতে অপারগতা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদ।

রোববার (২১ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তিনি।

‘ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে যারা নমনীয়তা উৎপাদন করবে, আমরা তাদেরকে জুতা খুলে মুখে মারব ইনশাল্লাহ। রাবিতে আওয়ামী ফ্যাসিবাদের মদদপুষ্ট কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী যদি চাকরি করে, তাদেরকে রোববার থেকে কলার ধরে টেনে টেনে প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখব।’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) আয়োজিত বিক্ষোভ সমাবেশে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার এ ঘোষণা দেন।

এ বক্তব্যের জেরে নিজের ফেসবুক আইডিতে ওই শিক্ষক লেখেন, ‘নিরাপত্তা না থাকায় ক্লাস-পরীক্ষা নেয়া ও অন্যান্য অ্যাকডেমিক কাজ করা সম্ভব হচ্ছে না বলে দুঃখিত। আমার নিয়োগকারী প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব রয়েছে আমার জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেয়া এবং প্রয়োজনে আমার নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৮০০ শিক্ষকের প্রতি ক্লাসরুমে প্রবেশ করলে তাদেরকে কলার ধরে টেনে প্রশাসন ভবনের সামনে এনে বেঁধে রাখার অব্যাহত হুমকি দেয়া হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ওই সকল শিক্ষকের নিরাপত্তা নিশ্চিতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’

তিনি আরও লেখেন, ‘যেই মুহূর্ত থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার নিরাপত্তা নিশ্চিত করবে, সেই মুহূর্ত থেকেই আমার ওপরে ন্যস্ত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করবো ইনশাল্লাহ।’

এ বিষয়ে রোববার বিকেলে কাজী জাহিদ বলেন, এভাবে জেনারেল নোটিশের মতো সংখ্যা উল্লেখ করে হুমকি দেয়ার পর কোনোভাবেই নিরাপদ অনুভব করছি না। বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি সাতশ’র অধিক সব শিক্ষক যদি ফ্যাসিস্ট হয়, তাহলে সেখানে তো আমারও নাম আছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষকই তো রাজনীতি করে। বর্তমান প্রশাসনে থাকা প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট। সেভাবেই আমাদেরও নাম আছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, শিক্ষকরা যদি এভাবে ক্লাস-পরীক্ষা বর্জন করে, তাহলে সমস্যা সৃষ্টি হবে। অনেক শিক্ষকই এভাবে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করেছেন। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে সমস্যা সমাধানে উদ্যোগ নেবো।

এদিকে, রোববার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় একটি গোষ্ঠী বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, কেউ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হলে সুনির্দিষ্ট তথ্য থাকলে সেই তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। ঢালাওভাবে শিক্ষকদের নামের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে মব করে তাদের অপদস্ত করা হচ্ছে। যা বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে।

টিকে/টিজে 

Share this news on:

সর্বশেষ

img
বিশ্ব প্রতিযোগিতায় শুধু ডিগ্রি নয়, প্রয়োজন সক্ষমতাও : আসিফ নজরুল Dec 22, 2025
img
গ্রিস উপকূলে নৌকা থেকে ৪৩৭ জন বাংলাদেশি অভিবাসী উদ্ধার Dec 22, 2025
তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে ফেনীতে শিক্ষকের বিরুদ্ধে মামলা Dec 22, 2025
নারীদের লেখা গল্পে আবেগের সত্যতা আলাদা হয়: কৃতিকা কামরা Dec 22, 2025
ধ্রুব মিউজিক স্টেশনে জাঁকজমকপূর্ণ গান উৎসব Dec 22, 2025
চ্যাম্পিয়ন হওয়া নিয়ে যা বললেন অধিনায়ক মিঠুন Dec 22, 2025
মরক্কোতে শুরু আফ্রিকা কাপ, শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চব্বিশ দল Dec 22, 2025
মুশফিক ভাইয়ের থেকে অনেক কিছু শেখার আছে: আকবর আলী Dec 22, 2025
হলান্ডের জোড়া গোলে শীর্ষে ম্যানসিটি, নাটকীয় ম্যাচে জয় লিভারপুলের Dec 22, 2025
কুমিল্লায় আওয়ামী লীগের ২০০ নেতাকর্মী ও সমর্থক যোগ দিলেন বিএনপিতে Dec 22, 2025
img
আইনশৃঙ্খলা বাহিনীর ঘুরে দাঁড়ানোর মতো অবস্থা হয়নি : ইফতেখারুজ্জামান Dec 22, 2025
ভোটে প্রার্থীর নিরাপত্তায় প্রটোকল তৈরি করা হয়েছে: ইসি সানাউল্লাহ Dec 22, 2025
ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে: অতিরিক্ত আইজিপি Dec 22, 2025
img
ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ আয়োজনের ঘোষণা আফগানিস্তানের Dec 22, 2025
বিএনপির প্রার্থী তালিকায় শেষ মুহূর্তের সমন্বয় Dec 22, 2025
যে কারণে সন্তানদের নিয়ে কবর জিয়ারতে আসলেন এই নারী! Dec 22, 2025
২৫ ডিসেম্বর তারেক রহমানের আগমন, প্রস্তুত পুলিশ–সিএসএফ–এসএসএফ Dec 22, 2025
সকল বৈচিত্র্যকে ধারণ করে বাংলাদেশ এগিয়ে যেতে চায়: সামান্তা শারমিন Dec 22, 2025
img
শীতে রোগ প্রতিরোধে কার্যকর পাঁচ ভেষজ উপাদান Dec 22, 2025
img
চতুর্থ টেস্টে বিশ্রামে থাকতে পারেন প্যাট কামিন্স! Dec 22, 2025