রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাকিলুর রহমান সোহাগ রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকে উদ্দেশ্য করে বলেন, ‘ছাত্রদলের সাথে লাগতে আসবেন না, লাগতে আসলে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আপনার মতো ফুটেজ খোরকে ৩০ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে সক্ষম।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বুদ্ধিজীবী চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সাকিলুর রহমান সোহাগ এ হুঁশিয়ারি দেন।
এ সময় তিনি বলেন, ক্যাম্পাস পরিস্থিতি অস্থিতিশীল করতে ৬ জন ডিন ও বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও রেজিস্টারের রুমে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ দিকে ছাত্রদল নেতার এমন মন্তব্যের প্রেক্ষিতে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার লিখেছেন, আলটিমেটাম দিলাম- আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থাকা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা যদি ক্যাম্পাসে ঢুকে তাহলে জোহা চত্বরে বেঁধে রাখবো। আর এতে রেগে গেলো ক্যাম্পাসের ছাত্রদল ও বিএনপি! ছাত্রদল ও ছাত্রলীগ একই ভাষায় বিবৃতি দিলো। বিএনপিপন্থি শিক্ষকরা ভিসির কাছে নালিশ দিলো, তারা নাকি ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছে। বললাম লীগরে, আর ভয় পাইতেছে বিএনপির টিচাররা। আওয়ামী ফ্যাসিস্টদের উৎখাতে কাজ করবো, সাহস থাকলে আসো চান্দাভাই।